Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 33:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 রিম্মোন-পেরস্ ছেড়ে এল লিবনা-তে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 রিম্মোণ-পেরস থেকে যাত্রা করে লিব্‌নাতে শিবির স্থাপন করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 রিম্মোণ-পেরস ত্যাগ করে তারা লিব্‌নায় ছাউনি স্থাপন করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 রিম্মোণ-পেরস হইতে যাত্রা করিয়া লিব্‌নাতে শিবির স্থাপন করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 রিম্মোণ-পেরস ত্যাগ করে লিব‌্নাতে শিবির স্থাপন করেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 রিম্মোণ পেরস থেকে যাত্রা করে লিব্‌নাতে শিবির স্থাপন করল।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 33:20
6 ক্রস রেফারেন্স  

রিৎমা ছেড়ে তারা এল রিম্মোন-পেরেস্-এ,


লিব্‌না ছেড়ে এল রিসসা-তে।


জর্ডনের পূর্বতীরবর্তী প্রান্তরে, সূফের সম্মুখে আরাবা উপত্যকায়, পারাণ তোফল, লাবণ, হাৎসেরোৎ ও দিষাহবের মাঝামাঝি অঞ্চলে অবস্থানকালে মোশি ইসরায়েলীদের কাছে এই সব বৃত্তান্ত জানালেন।


আসিরিয়ার সৈন্যাধ্যক্ষ রবশাকি লাখিশে ফিরে গিয়ে শুনলেন, সম্রাট পার্শ্ববর্তী নগরী লিব্‌নার বিরুদ্ধে যুদ্ধে গেছেন। তিনি তখন সম্রাটের সঙ্গে পরামর্শ করার জন্য সেখানে গেলেন।


মোশি এইভাবে প্রত্যেক গোষ্ঠী থেকে এক হাজার লোককে এবং সেই সঙ্গে পুরোহিত ইলিয়াসরের পুত্র পিনহসকে যুদ্ধে পাঠিয়ে দিলেন। পবিত্র পীঠস্থানের পাত্র গুলি ও রণতূর্য পিনহসের সঙ্গে ছিল।


এর পর যিহোশূয় ইসরায়েলীদের নিয়ে মাক্কেদা থেকে লিব্‌নাতে গেলেন এবং লিব্‌না আক্রমণ করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন