Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 33:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী মোশি তাদের পথ পরিক্রমার বিভিন্ন পর্যায়ের বিবরণ লিপিবদ্ধ করেন। একস্থান থেকে তাদের অন্যস্থানে যাত্রার ধারাবাহিক বিবরণ নিম্নরূপ:

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 মূসা মাবুদের হুকুমে তাদের যাত্রা অনুসারে সেই যাত্রার ধাপগুলোর বিবরণ লিখলেন। তাদের যাত্রা অনুসারে ধাপগুলোর বিবরণ হচ্ছে:

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সদাপ্রভুর আদেশমতো মোশি তাদের যাত্রাপথের পর্যায়ক্রমের বিবরণ নথিভুক্ত করেন। এই হল তাদের যাত্রাপথের পর্যায়ক্রম বিবরণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 মোশি সদাপ্রভুর আজ্ঞায় তাহাদের যাত্রানুসারে সেই উত্তরণ-স্থানগুলির বিবরণ লিখিলেন। তাহাদের যাত্রানুসারে উত্তরণ-স্থান সকলের বিবরণ এই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তারা যে জায়গাগুলোতে ভ্রমণ করেছিল, প্রভুর আজ্ঞা অনুযায়ী মোশি সে জায়গাগুলো সম্পর্কে লিখেছিলেন। তাদের যাত্রার পর্যায়গুলি এখানে দেওয়া হল:

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 মোশি সদাপ্রভুর আদেশে তাদের যাত্রা অনুসারে সেই উত্তরণ স্থানগুলির বর্ণনা এই।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 33:2
8 ক্রস রেফারেন্স  

পরে প্রভু পরমেশ্বর আমাকে বললেন, ওঠ, লোকদের অগ্রবর্তী হয়ে তুমি যাত্রা শুরু কর। তাদের পূর্বপুরুষদের কাছে তাদের যে দেশ দেওয়ার অঙ্গীকার আমি করেছি, সেখানে প্রবেশ করে তারা সেই দেশ অধিকার করবে।


হোরেব পর্বত থেকে সেরীয়ের পার্বত্য অঞ্চল পেরিয়ে কাদেশ-বার্ণিয়া পর্যন্ত যেতে এগারো দিন লাগে।


মোশির মাধ্যমে প্রদত্ত প্রভু পরমেশ্বরের আজ্ঞানুসারে এই ছিল তাদের প্রথম যাত্রা।


দ্বিতীয়বার তোমরা ঐভাবে সঙ্কেতধ্বনি করলে দক্ষিণ দিকের লোকেরা ছাউনি তুলে যাত্রা করবে। স্বল্পক্ষণের সঙ্কেতধ্বনি ছাউনি তুলে যাত্রা করার জন্য।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, এই ঘটনা স্মরণে রাখার জন্য এর বিবরণ একটি পুস্তকে লিপিবদ্ধ করে রাখ। যিহোশূয়কে তুমি বল যে ধরাপৃষ্ঠ থেকে অমালেকীদের স্মৃতিচিহ্ন আমি নিঃশেষে মুছে ফেলব।


মোশি ও হারোণের নেতৃত্বে ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠী বাহিনী মিশর ছেড়ে চলে আসার পর পর্যায়ক্রমে তাদের যাত্রার বিবরণ এই:


প্রথম মাসের পনেরো তারিখে, তারা রামেশিস ছেড়ে রওনা হল। তারণোৎসবের পরের দিন ইসরায়েলীরা মিশরীদের চোখের সামনেই বিদ্রোহ করে বেরিয়ে এল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন