Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 32:40 - পবিএ বাইবেল CL Bible (BSI)

40 মোশি মনঃশির পুত্র মাখিরকে গিলিয়দ অঞ্চলের স্বত্বাধিকার দিলেন। তারা সেখানে বসতি স্থাপন করল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

40 আর মূসা মানশার পুত্র মাখীরকে গিলিয়দ দিলেন এবং সে সেখানে বাস করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

40 তাই মোশি, মনঃশির বংশধর মাখীরীয়দের গিলিয়দ দান করলেন। তারা সেখানেই উপনিবেশ স্থাপন করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

40 আর মোশি মনঃশির পুত্র মাখীরকে গিলিয়দ দিলেন, এবং সে তথায় বাস করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

40 সেই কারণে মোশি মনঃশি পরিবারগোষ্ঠীর মাখীরকে গিলিয়দ দিলেন এবং তাদের পরিবার সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

40 তখন মোশি মনঃশির ছেলে মাখীরকে গিলিয়দ দিলেন এবং সে সেখানে বাস করল।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 32:40
5 ক্রস রেফারেন্স  

যোষেফের জ্যেষ্ঠপুত্র মনঃশির বংশধরদের জন্য নির্দিষ্ট এলাকা: মনঃশির জ্যেষ্ঠপুত্র, গিলিয়দের পিতা মাখির যোদ্ধা ছিলেন বলে গিলিয়দ ও বাশান তাঁকে দেওয়া হল।


সেই সময়ে আমরা এই দেশ অধিকার করে আর্ণোন উপত্যকার আরোয়ের পর্যন্ত এবং গিলিয়দ প্রদেশের অর্ধেক ও সেখানকার নগরগুলি আমি রূবেণ ও গাদের বংশধরদের দিলাম।


সগূবের পুত্র যায়ীর। গিলিয়দ প্রদেশে যায়ীরের অধীনে তেইশটি জনপদ ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন