Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 32:35 - পবিএ বাইবেল CL Bible (BSI)

35 অটরোৎ-শোফন, যাসের, যগনেহা,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 অটারোৎ, অরোয়ের এবং

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 অটারোৎ শোফন, যাসের, যগ্‌বিহ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 অটারোৎ ও অরোয়ের, এবং অট্‌রোৎ-শোফন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 অটারোৎ‌-শোফন, যাসের ও যগবিহ এবং

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 অটরোত শোফন, যাসের, যগবিহ,

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 32:35
7 ক্রস রেফারেন্স  

অটারোৎ, দিবোন, যাসের, নিম্রা, হিষ্‌রোণ, ইলিয়ালী, সেবাম, নবো এবং বিয়োন-


রূবেণ ও গাদ এই দুই বংশের পশুপাল ছিল বিরাট। তারা যাসের ও গিলিয়দ অঞ্চল পর্যবেক্ষণ করে দেখল সেই স্থান পশুচারণের উপযুক্ত।


গাদ বংশের লোকেরা দিবোন, অটারোৎ, অরোয়ের,


এবং বেৎ-নেম্রা, বেৎ-হারণ, এই সুরক্ষিত নগরগুলি এবং সেই সঙ্গে পশুপালের বাথান তৈরী করল।


তাঁরা জর্ডন নদী পার হয়ে গাদ অঞ্চলে, উপত্যকার মাঝখানে অবস্থিত অরোয়ের শহরের দক্ষিণে তাঁবু ফেললেন। সেখান থেকে তাঁরা গেলেন উত্তরে জাসার,


গিদিয়োন নোবাহ্ ও যগ্‌বিহার পূর্ব দিকে বণিকদের কাফেলার পথ ধরে এগিয়ে গিয়ে ঐ সৈন্যদের অতর্কিতে আক্রমণ করলেন।


হিশবোনের শস্যক্ষেত্র আর সিব্‌মার দ্রাক্ষাকুঞ্জ নষ্ট হয়ে গেছে। এই সব দ্রাক্ষা থেকে তৈরী সুরা জাতিবৃন্দের শাসনকর্তাদের মাতাল করে তুলতো। একসময় এই দ্রাক্ষালতা সুদূর যাসের পর্যন্ত বিস্তৃত হয়েছিল এবং পূর্বদিকে মরুভূমি পর্যন্ত ও পশ্চিমে মরুসাগর পর্যন্ত বিস্তারলাভ করেছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন