Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 32:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)

34 গাদ বংশের লোকেরা দিবোন, অটারোৎ, অরোয়ের,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 আর গাদ-বংশের লোকেরা দীবোন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 গাদ গোষ্ঠী দীবোন, অটারোৎ, অরোয়ের,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 আর গাদ-সন্তানগণ দীবোন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 গাদের লোকরা দীবোন, অটারোৎ‌‌ ও অরোয়ের এবং

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 গাদ সন্তানরা দীবোন, অটারোৎ, অরোয়ের,

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 32:34
9 ক্রস রেফারেন্স  

আর্ণোন উপত্যকায় সীমান্তে অবস্থিত অরোয়ের থেকে শুরু করে উপত্যকার মধ্যস্থানে অবস্থিত গিলিয়দ পর্যন্ত কোন নগর ছিল না যা আমরা অধিকার করতে পারি নি। আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সবগুলিই আমাদের অধীনে সমর্পণ করলেন।


অটারোৎ, দিবোন, যাসের, নিম্রা, হিষ্‌রোণ, ইলিয়ালী, সেবাম, নবো এবং বিয়োন-


সিরিয়ার শহর-নগর পরিত্যক্ত হবে চিরতরে। সেগুলি হবে মেষ ও পশুপালের চারণভূমি। কেউ তাদের সেখান থেকে তাড়িয়ে দেবে না।


নহ্‌লিয়েল থেকে বামোৎ-এ ও বামোৎ থেকে মোয়াবের উপত্যকা দিয়ে মরুভূমির মুখোমুখি পিস্‌গা পর্বতে গিয়ে পৌঁছাল।


হিষবোণ থেকে দীবোন পর্যন্ত তাদের বংশধরেরা সকলেই বিলুপ্ত, নোফা থেকে মেদবা পর্যন্ত বিস্তৃত অঞ্চল আমরা করেছি বিধ্বস্ত।”


অটরোৎ-শোফন, যাসের, যগনেহা,


এবং যোয়েল গোষ্ঠীর শেমার পৌত্র ও আসসের পুত্র বেলা। এই গোষ্ঠীর লোকেরা অরোয়ের-এ এবং নেবো ও বেলমেয়োনের উত্তরাঞ্চলে বাস করত।


তিনি আরোয়ের থেকে মিন্নীৎ পর্যন্ত কুড়িটি নগর এবং আবেল-কেরামিমের সমগ্র এলাকা আক্রমণ করে প্রচণ্ড আঘাত হানলেন। চারিদিক রক্তে ভেসে গেল। আম্মোনীরা ইসরায়েলীদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন