Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 32:27 - পবিএ বাইবেল CL Bible (BSI)

27 আপনার নির্দেশ মত আপনার এই সেবকেরা প্রত্যেকে সশস্ত্র হয়ে প্রভু পরমেশ্বরের অধীনে নদী পার হয়ে যুদ্ধ করতে যাবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 আর আমাদের মালিকের নির্দেশ অনুসারে আপনার এই গোলামেরা, সশস্ত্র প্রত্যেকজন যুদ্ধ করতে মাবুদের সম্মুখে পার হয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 কিন্তু আপনার দাসেরা, যুদ্ধের জন্য সশস্ত্র প্রত্যেক পুরুষ, সদাপ্রভুর সামনে যুদ্ধের জন্য জর্ডন পার হয়ে যাবে, যেমন আমাদের প্রভু বলেছেন।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 আর আমাদের প্রভুর বাক্যানুসারে আপনার এই দাসেরা, সসজ্জ প্রত্যেক জন যুদ্ধ করিতে সদাপ্রভুর সম্মুখে পার হইয়া যাইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 কিন্তু আমরা, আপনার সেবকরা যর্দন নদী পার হব। আমাদের প্রভুর কথামতো আমরা প্রভুর সামনে যুদ্ধের জন্য এগিয়ে যাবো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 আর আমাদের প্রভুর বাক্য অনুসারে আপনার এই দাসেরা, সজ্জিত প্রত্যেক জন যুদ্ধ করতে সদাপ্রভুকে পার হয়ে যাবে।”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 32:27
9 ক্রস রেফারেন্স  

মোশির নির্দেশ অনুযায়ী রূবেণ ও গাদ গোষ্ঠী এবং মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকজন সশস্ত্র হয়ে বাকী ইসরায়েলীদের পুরোভাগে পার হয়ে গেল।


প্রভু পরমেশ্বর আপনাকে পাশার দান ফেলে ইসরায়েলীদের স্বত্বাধিকার স্থির করার নির্দেশ দিয়েছেন এবং আপনি আমাদের জ্ঞাতিভাই সলফাদের উত্তরাধিকার তার কন্যাদের দেওয়ার নির্দেশ প্রভু পরমেশ্বরের কাছ থেকে পেয়েছেন।


যতদিন না ইসরায়েলীরা নিজেদের দেশে প্রতিষ্ঠিত হয়, ততদিন আমরা সশস্ত্র হয়ে তাদের পুরোভাগে অভিযান করব, আমাদের পরিবারের নারী ও শিশুরা শুধু স্থানীয় অধিবাসীদের আক্রমণ থেকে বাঁচার জন্য সুরক্ষিত নগরে বাস করবে।


তিনি তখন মোশিকে বললেন, হায়, হায়,নির্বোদের মত যে পাপকর্ম আমরা করেছি, তার প্রতিফল দয়া করে আমাদের উপর বর্তাবেন না।


একথা শুনে নুনের পুত্র যিহোশূয়, যিনি বাল্যকাল থেকেই ছিলেন মোশির সহকারী, বলে উঠলেন, মহাশয় আপনি ওদের নিষেধ করুন।


তখন মোশি পুরোহিত ইলিয়াসর, নুনের পুত্র যিহোশূয় এবং ইসরায়েলী গোষ্ঠীপ্রধানদের তাদের সম্পর্কে নির্দেশ দিলেনঃ


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন