গণনা পুস্তক 32:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)24 তোমরা তোমাদের সন্তানদের জন্য নগর এবং পশুপালের জন্য বাথান গড়ে তোল এবং যে প্রতিশ্রুতি দিয়েছ তা-ও পালন কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 তোমরা নিজ নিজ পুত্র কন্যাদের জন্য নগর ও ভেড়াগুলোর জন্য বাথান নির্মাণ কর এবং নিজেদের প্রতিশ্রুতি অনুসারে কাজ কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 তোমাদের স্ত্রী ও সন্তানদের জন্য নগর ও পশুপালের জন্য খোঁয়াড় নির্মাণ করো, কিন্তু যা শপথ করেছ, কাজেও তা পূর্ণ করবে।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 তোমরা আপন আপন বালকবালিকাদের জন্য নগর, ও মেষদের জন্য বাথান নির্ম্মাণ কর, এবং আপনাদের ওষ্ঠ-নির্গত বাক্যানুসারে কর্ম্ম কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 তোমরা তোমাদের সন্তানদের জন্য শহর এবং তোমাদের পশুদের জন্য খোঁয়াড় তৈরী করো; কিন্তু তোমরা যা শপথ করেছিলে সেগুলো অবশ্যই কোরো।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 তোমরা নিজেদের বালকবালিকাদের জন্য শহর ও ভেড়াদের জন্য বাথান তৈরী কর এবং নিজেদের কথামত কাজ কর।” অধ্যায় দেখুন |