গণনা পুস্তক 32:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)18 ইসরায়েলীদের সকলে যতদিন তাদের জন্য নির্দিষ্ট এলাকার দখল না পায়, ততদিন আমরা বাড়িতে ফিরব না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 বনি-ইসরাইল প্রত্যেকে যতক্ষণ নিজ নিজ অধিকার না পায়, ততক্ষণ আমরা নিজস্ব পরিবারের কাছে ফিরে আসবো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 যতক্ষণ না প্রত্যেক ইস্রায়েলী তাদের অধিকার লাভ করে, আমরা আমাদের বাড়িতে ফিরে যাব না, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 ইস্রায়েল-সন্তানগণ প্রত্যেকে যাবৎ আপন আপন অধিকার না পায়, তাবৎ আমরা আপন আপন পরিবারের নিকটে ফিরিয়া আসিব না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 ইস্রায়েলের প্রত্যেকে তার জমির অংশ না পাওয়া পর্যন্ত আমরা বাড়ী ফিরবো না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 ইস্রায়েল সন্তানরা প্রত্যেকে যতক্ষণ নিজেদের অধিকার না পায়, ততক্ষণ আমরা নিজেদের পরিবারের কাছে ফিরে আসব না। অধ্যায় দেখুন |