Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 31:40 - পবিএ বাইবেল CL Bible (BSI)

40 আর মানুষের সংখ্যা ছিল ষোল হাজার, তার মধ্যে প্রভু পরমেশ্বরকে দেয় কর হল বত্রিশ জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

40 আর মানুষ ছিল ষোল হাজার, তাদের মধ্যে মাবুদের কর হল বত্রিশ জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

40 16,000 জন মানুষ, এর মধ্যে সদাপ্রভুকে দেয় রাজস্বের সংখ্যা 32-টি গাধা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

40 আর মনুষ্য ছিল ষোল সহস্র, তাহাদের মধ্যে সদাপ্রভুর কর হইল বত্রিশটী প্রাণী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

40 সৈন্যরা 16,000 জন স্ত্রীলোক পেয়েছিল। তারা প্রভুকে কর হিসেবে 32 জন স্ত্রীলোক দিয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

40 স্ত্রীলোক ছিল ষোল হাজার, তাদের মধ্যে সদাপ্রভুর কর হল বত্রিশ জন।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 31:40
3 ক্রস রেফারেন্স  

রেয়ুর বত্রিশ বছর বয়সে সেরুগের জন্ম হল।


গাধার সংখ্যা ছিল ত্রিশ হাজার পাঁচশো, তা থেকে প্রভুকে দেয় কর হল একষট্টিটি।


প্রভু পরমেশ্বর মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেই অনুসারে মোশি প্রভু পরমেশ্বরের প্রাপ্য কর অর্থাৎ প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদনের জন্য অর্ঘ্যরূপে পুরোহিত ইলিয়াসরকে দিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন