Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 31:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 ইসরায়েলীদের অংশ থেকে মানুষ, গরু, গাধা, ভেড়া ইত্যাদি প্রাণীর প্রতি পঞ্চাশটির একটি হিসাবে নিয়ে প্রভু পরমেশ্বরের আবাসের রক্ষক লেবীয়দের হাতে দাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 আর তুমি বনি-ইসরাইলদের ভাগ থেকে মানুষ, গরু গাধা ও ছাগল-ভেড়া বা অন্য সমস্ত পশুর মধ্য থেকে প্রতি পঞ্চাশ প্রাণী থেকে একটি প্রাণী নাও এবং মাবুদের শরীয়ত-তাঁবুর প্রতি কর্তব্য পালনকারী লেবীয়দেরকে দাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 ইস্রায়েলীদের প্রাপ্য অর্ধাংশ থেকে, মানুষ, গবাদি পশু, গাধা, মেষ, ছাগল বা অন্য পশু, প্রত্যেক পঞ্চাশটি প্রাণী প্রতি একটি করে প্রাণী পৃথক করো। সেই সমস্ত নিয়ে লেবীয়দের দাও, যারা সদাপ্রভুর আবাস তাঁবুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 আর তুমি ইস্রায়েল-সন্তানগণের অর্দ্ধাংশের মধ্যে মনুষ্য, গোরু, গর্দ্দভ ও মেষাদি সমস্ত পশুর মধ্য হইতে পঞ্চাশ পঞ্চাশ জীবের প্রতি এক এক জীব লও, এবং সদাপ্রভুর আবাসের রক্ষণীয় রক্ষাকারী লেবীয়দিগকে দেও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 এবং তারপর ইস্রায়েলের লোকদের অংশের অর্ধেক থেকে, প্রত্যেক 50টি দ্রব্যসামগ্রীর জন্য একটি করে জিনিস নাও। এইসব দ্রব্যসামগ্রীর মধ্যে মানুষ, গরু, গাধা, মেষ অথবা অন্য যে কোনো পশু অন্তর্ভুক্ত থাকবে। ঐ অংশটি লেবীয়দের দিয়ে দাও কারণ লেবীয়রা প্রভুর পবিত্র তাঁবুর যত্ন করে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 তুমি ইস্রায়েল সন্তানদের অর্ধেক অংশের মধ্যে মানুষ, গরু, গাধা, ভেড়া ও ছাগল প্রভৃতি সমস্ত পশুর মধ্যে থেকে পঞ্চাশটি জীবের মধ্যে থেকে একটি জীব নাও এবং সদাপ্রভুর সমাগম তাঁবুর রক্ষাকারী লেবীয়দেরকে দাও।”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 31:30
21 ক্রস রেফারেন্স  

চুক্তি সিন্দুক, টেবিল, দীপাধার, দুটি বেদী, পবিত্র স্থানের পরিচর্যার জন্য প্রয়োজনীয় সমস্ত পাত্র, পর্দা, —এগুলির দেখাশুনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এদের উপর।


সম্মিলন শিবির, শিবিরের আবরণ, সম্মিলন শিবিরদ্বারের পর্দা, প্রাঙ্গণের পর্দা শিবির ও বেদীর চারিদিকে প্রাঙ্গণ-দ্বারের পর্দা এবং এগুলির জন্য প্রয়োজনীয় যাবতীয় দড়িদড়া রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ছিল গের্শোনী গোষ্ঠীর লোকদের।


তোমরা তোমাদের নেতাদের বাধ্য হও। তাঁদের কথা মেনে চল। তোমাদের জীবন রক্ষার জন্য তাঁরা সতর্ক প্রহরী। এই কাজেরর হিসাব তাঁদের দিতে হবে। তাঁরা যেন তাঁদের কাজ আনন্দ সহকারে করতে পারেন, অপ্রসন্নভাবে নয়, তাহলে সে কাজে তোমাদের কোন লাভ হবে না।


আখিপাস্‌কে বলবে, ‘প্রভু যে সেবাব্রতের দায়িত্ব তোমার উপর ন্যস্ত করেছেন তা সম্পূর্ণভাবে পালন করা সম্পর্কে সচেতন হও’।


আপন প্রভুর সেবকের বিশ্বস্ততা প্রমাণিত হওয়া একান্ত আবশ্যক।


তোমরা নিজেরা সতর্ক থেকো এবং প্রভুর মণ্ডলীর পালক হিসাবে পবিত্র রাত্মা যাদের ভার তোমাদের হাতে দিয়েছেন, তাদের প্রতি সজাগ দৃষ্টি রেখ। কারণ এই মণ্ডলীকে প্রবু নিজেই তাঁরর রক্তমূল্যে আপন করে নিয়েছেন।


প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক তাম্বু ও মন্দিরের রক্ষণাবেক্ষণ ও মন্দিরে উপাসনার সময় হারোণ বংশীয় পুরোহিতদের সাহায্য করার দায়িত্ব লেবীয়দের উপরে ন্যস্ত হয়েছিল।


যুদ্ধপ্রত্যাগতদের অংশ থেকে তোমরা প্রভু পরমেশ্বরের জন্য এই হারে কর ধার্য কর: মানুষ, গরু, গাধা, ভেড়া ইত্যাদি প্রাণীর প্রত্যেক পাঁচশোর মধ্যে থেকে একটি নিয়ে তোমরা প্রভু পরমেশ্বরের অর্ঘ্য রূপে নিবেদন করার জন্য পুরোহিত ইলিয়াসরকে দাও।


প্রভু পরমেশ্বর মোশিকে যেমন আদেশ দিলেন, মোশি, পুরোহিত ইলিয়াসর সেই মতই কাজ করলেন।


ইসরায়েলী জনমণ্ডলী যেন ঐশ্বরিক রোষের সম্মুখীন না হয়, সেইজন্য প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের আবাস শিবিরের চারিদিকে লেবীয়রা ছাউনি ফেলবে এবং তাদেরই উপরে এই আবাস শিবিরের রক্ষণাবেক্ষণের দায়ইত্ব থাকবে।


কিন্তু তারা সম্মিলন শিবিরে পরিচর্যারত ভ্রাতৃবৃন্দের কর্তব্য পালনে সাহায্য করবে, নিজেরা পরিচর্যার কোন কাজ করবে না। তুমি এইভাবে লেবীয়দের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করবে।


কিন্তু সেইদিন থেকে তিনি তাদের প্রভু পরমেশ্বরের ও জনমণ্ডলীর জন্য জল তোলা ও কাঠ সংগ্রহের কাজে নিযুক্ত করলেন। তারা আজও প্রভুর পীঠস্থানে সেই কাজ করছে।


তারা পশুচারণ ক্ষেত্রের মেষপালকদের শিবিরও আক্রমণ করল এবং তাদের বিপুল সংখ্যক মেষপাল ও উটের পাল কেড়ে নিয়ে জেরুশালেমে চলে এল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন