Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 31:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 লুঠের মালপত্র, বন্দী ও পশু সঙ্গে নিয়ে চলল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আর তারা লুটদ্রব্য এবং মানুষ বা পশুপাল, সমস্ত ধৃত জীব সঙ্গে নিয়ে চললো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 তারা মানুষ ও পশু সমেত সমস্ত লুন্ঠিত দ্রব্য ও সমস্ত প্রাণীকে নিয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আর তাহারা লুটিত দ্রব্য, এবং মনুষ্য কি পশু, সমস্ত ধৃত জীব সঙ্গে লইয়া চলিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 তারা সমস্ত লোকদের, পশুসমূহ এবং যুদ্ধে যা পেয়েছিল তা নিয়ে

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তারা লুটে নেওয়া দ্রব্য এবং মানুষ কিংবা পশু, সমস্ত ধৃত জীব সঙ্গে নিয়ে গেল।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 31:11
7 ক্রস রেফারেন্স  

কিন্তু নারী, শিশু, পশুপাল এবং নগরের অন্যান্য সম্পদ তোমরা লুন্ঠিত সম্পদরূপে নিজেদের জন্য গ্রহণ করবে। তোমাদের শত্রুদের লুন্ঠিত সম্পদ যা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের দেবেন, তোমরা ভোগ করবে।


যিরিহো এবং সেখানকার রাজার যে দশা তুমি করেছিলে, অয় এবং সেখানকার রাজারও সেই দশা করবে। তবে সেখানকার লুঠ করা জিনিসপত্র এবং পশুপাল তোমরা নিজেরা নিতে পার। তুমি নগরের পিছন দিকে গোপনে একদল সৈন্য সমাবেশ কর।


তারা তাদের সমস্ত জনপদ ও শিবির আগুনে পুড়িয়ে দিল এবং


যিরিহোর কাছে জর্ডনের তীরবর্তী মোয়াবের উপত্যকার শিবিরে তারা মোশি, পুরোহিত ইলিয়াসর এবং সমগ্র ইসরায়েলী জনমণ্ডলীর কাছে যুদ্ধবন্দীদের ও লুঠের মালপত্র এবং পশুগুলিকে এনে হাজির করল।


কিন্তু সোনা, রূপো, ব্রোঞ্জ ও লোহার তৈরী সমস্ত পাত্র প্রভু পরমেশ্বরের উদ্দেশে পৃথক ও পবিত্র বলে গণ্য হবে এবং সেগুলি তাঁর ভাণ্ডারে সংগৃহীত হবে।


এই নগরগুলির যাবতীয় সম্পদ ও পশুপাল ইসরায়েলীরা লুঠ করে নিল এবং প্রত্যেকটি অধিবাসীকে তারা হত্যা করল, কাউকে জীবিত রাখল না।


তাদের সমস্ত ধনসম্পদ, পোষ্যবর্গ ও নারীদের তারা হরণ করে নিয়ে গেল, তাদের ঘরবাড়ি ইত্যাদি যা কিছু ছিল সবই লুঠ করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন