Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 3:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 সম্মিলন শিবিরের সমস্ত জিনিসপত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের উপর ন্যস্ত হবে, এবং সম্মিলন শিবিরে ইসরায়েলীদের করণীয় যাবতীয় কাজ সেবকরূপে তারাই করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আর শরীয়ত-তাঁবুর সেবাকর্ম করার জন্য জমায়েত-তাঁবুর সমস্ত দ্রব্য ও বনি-ইসরাইলদের প্রতি তাদের কর্তব্য পালন করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 তারা সমাগম তাঁবুর সমস্ত আসবাবপত্রের তত্ত্বাবধান করবে ও উপাসনা সম্পর্কিত কাজের মাধ্যমে ইস্রায়েলীদের বাধ্যবাধকতা সম্পূর্ণ করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আর আবাসের সেবাকর্ম্ম করিবার জন্য সমাগম-তাম্বুর সমস্ত দ্রব্য ও ইস্রায়েল-সন্তানগণের রক্ষণীয় রক্ষা করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 ইস্রায়েলীয়রা সমাগম তাঁবুর প্রত্যেকটি জিনিস রক্ষা করবে, এটাই তাদের কর্তব্য। এই সকল দ্রব্যসামগ্রীর রক্ষার মধ্যে দিয়েই লেবীয়রা ইস্রায়েলীয়দের সাহায্য করবে। পবিত্র তাঁবুতে এটাই হবে তাদের উপাসনার পদ্ধতি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তারা সমাগম তাঁবুর সব জিনিস পত্রের দেখাশোনা করবে এবং সমাগম তাঁবুর সমস্ত দ্রব্য বহনের কাজে ইস্রায়েল সন্তানদের সাহায্য করবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 3:8
13 ক্রস রেফারেন্স  

বার হয়ে এস ব্যাবিলন থেকে তোমরা যারা মন্দিরে ব্যবহারের দ্রব্যসামগ্রী বহন করে থাক! স্ স্পর্শ করো না কোন অশুচি বস্তু। শুচিশুদ্ধ রাখ নিজেদের, ত্যাগ কর তাদের সংস্পর্শ!


তারপরে যাত্রা করল পবিত্র দ্রব্যসামগ্রীর বাহক কোহাৎ বংশের লোকজন। এরা গন্তব্য স্থানে উপস্থিত হওয়ার আগে শিবির স্থাপন করা হল।


তারপর সম্মিলন শিবির তুলে নেওয়া হল এবং শিবিরের বাহক গের্শোন ও মরারি বংশের লোকেরা যাত্রা করল।


এই হবে সম্মিলন শিবিরে মরারি গোষ্ঠীর লোকদের কাজ এবং পুরোহিত হারোণের পুত্র ইথামরের অধীনে তারা কাজ করবে।


এই কাজগুলিই হবে সম্মিলন শিবিরে গের্শোন গোষ্ঠীর লোকদের করণীয় এবং পুরোহিত হারোণের পুত্র ইথামরের তত্ত্বাবধানে তাদের কাজকর্ম পরিচালিত হবে।


এইভাবে শিবির তুলে যাত্রা করার সময় হারোণ ও তার পুত্রেরা পবিত্র স্থান এবং সেখানকার সাজসরঞ্জাম আসবাবপত্রাদি ঢেকে দেওয়ার পর গোষ্ঠীর লোকেরা সেগুলি বয়ে নিয়ে যাওয়ার জন্য যাবে। কিন্তু তারা কোন পবিত্র বস্তু স্পর্শ করবে না, তাহলে তাদের মৃত্যু হবে। সম্মিলন শিবিরের উক্ত দ্রব্যগুলি বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কোহাৎ গোষ্ঠীর উপরে থাকবে।


হারোণ এবং সমগ্র জনমণ্ডলীর পক্ষে তারা সম্মিলন শিবিরের পরিচর্যার কাজে নিযুক্ত হবে।


তুমি হারোণ ও তার পুত্রদের আধীনে লেবীয়দের নিযুক্ত করবে। ইসরায়েলীদের মধ্যে তারাই বিশেষভাবে এই কাজের জন্য উৎসর্গিত।


ইসরায়েলীদের অংশ থেকে মানুষ, গরু, গাধা, ভেড়া ইত্যাদি প্রাণীর প্রতি পঞ্চাশটির একটি হিসাবে নিয়ে প্রভু পরমেশ্বরের আবাসের রক্ষক লেবীয়দের হাতে দাও।


দাউদের এই অন্তিম নির্দেশ অনুযায়ী কুড়ি বছর বয়সে পা দিলেই প্রত্যেক লেবীয়ের নাম মন্দিরের কাজের জন্য তালিকাভুক্ত করা হত।


হে আমার বৎসগণ, আর সময় নষ্ট করো না। প্রভু পরমেশ্বরের সম্মুখে ধূপ জ্বালানোর জন্য এবং প্রজাদের তাঁর উপাসনায় মনোনিবেশ করানোর জন্য তোমারই তাঁর মনোনীত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন