Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 3:41 - পবিএ বাইবেল CL Bible (BSI)

41 আমি প্রভু পরমেশ্বর, আমার অধিকারভুক্ত ইসরায়েলীদের প্রথম গর্ভের সন্তানদের পরিবর্তে তুমি লেবীয়দের এবং ইসরায়েলীদের সমস্ত প্রথম গর্ভের পশুর পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

41 আমি মাবুদ, আমারই অধিকারার্থে তুমি বনি-ইসরাইলদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে এবং বনি-ইসরাইলদের সমস্ত প্রথমজাত পশুর পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

41 ইস্রায়েলী সমস্ত জ্যেষ্ঠ সন্তানের পরিবর্তে লেবীয়দের এবং সেই সঙ্গে তাদের গৃহপালিত পশুসকলের পরিবর্তে লেবীয়দের গৃহপালিত পশুসকল, আমার জন্য অধিকার করো। আমিই সদাপ্রভু।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

41 আমি সদাপ্রভু, আমারই অধিকারার্থে তুমি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত প্রথমজাতের পরিবর্ত্তে লেবীয়দিগকে, এবং ইস্রায়েল-সন্তানগণের সমস্ত প্রথমজাত পশুর পরিবর্ত্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

41 আমি প্রভু, আমার জন্য ইস্রায়েলের সকল প্রথমজাত ব্যক্তির পরিবর্তে লেবীয়দের গ্রহণ কর এবং ইস্রায়েল সন্তানদের প্রথমজাত পশুদের পরিবর্তে লেবীয়দের পশুদের গ্রহণ করো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

41 আমি সদাপ্রভু, আমারই অধিকারে তুমি ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে এবং ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাত পশুর পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর।”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 3:41
10 ক্রস রেফারেন্স  

দেখ, আমি ইসরায়েলীদের প্রথম গর্ভজাত সন্তানদের পরিবর্তে লেবির বংশধরদের গ্রহণ করলাম। লেবি বংশজাত লোকেরা হবে আমার।


তুমি ইসরায়েলীদের সমস্ত প্রথম গর্ভের সন্তানের পরিবর্তে লেবীয়দের এবং তাদের পশুধনের পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর। আমি প্রভু পরমেশ্বর, লেবীয়েরা হবে আমার।


তিনি যথাসময়ে ঈশ্বরের মহানুভবতার প্রমাণস্বরূপ সকল মানুষের মুক্তিপণরূপে আত্মোৎসর্গ করলেন।


মানবপুত্র এসেছেন সেবা পেতে নয়, সেবা করতে এবং বহুজনের পরিবর্তে মুক্তিপণ স্বরূপ নিজ প্রাণ দিতে।


মানুষের হোক বা পশুরাই হোক প্রথম গর্ভের সন্তান বলে যাদের প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করা হবে, তারাও হবে তোমার। কিন্তু মানুষের প্রথম সন্তানকে তুমি অবশ্যই পণের বিনিময়ে মুক্তি দেবে। অশুচি পশুর প্রথম গর্ভজাত শাবককেও তুমি পণের বিনিময়ে মুক্তি দেবে।


ইসরায়েল জাতির মধ্য থেকে তারাই সম্পূর্ণভাবে আমার উদ্দেশে নিবেদিত হয়েছে। গর্ভের প্রথম ফল, ইসরায়েলীদের জ্যৈষ্ঠ সন্তানদের পরিবর্তে আমি তাদেরই নিজস্বরূপে গ্রহণ করেছি।


মোশি প্রভু পরমেশ্বরের আজ্ঞানুসারে ইসরায়েলীদের সমস্ত গর্ভের সন্তান গণনা করলেন।


প্রথম গর্ভের সকল সন্তান আমার। মিশরে যেদিন আমি প্রথম গর্ভের সন্তানকে সংহার করেছিলাম, সেইদিন ইসরায়েলকুলের মানুষ ও পশুর প্রথম গর্ভের সকল সন্তানকে আমি নিজের জন্য পৃথক করেছি, তারা হবে আমার। কারণ আমিই প্রভু পরমেশ্বর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন