Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 3:29 - পবিএ বাইবেল CL Bible (BSI)

29 কোহাৎ গোষ্ঠীভুক্ত সকলে প্রভু পরমেশ্বরের শিবিরের দক্ষিণ দিকে ছাউনি ফেলত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 কহাতীয়দের সমস্ত গোষ্ঠী দক্ষিণ দিকে শরীয়ত-তাঁবুর পাশে সন্নিবেশিত হত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 কহাতীয় গোষ্ঠী সকলকে তাদের উপাসনা-তাঁবুর দক্ষিণপ্রান্তে শিবির স্থাপন করতে হত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 কহাতের সন্তানগণের গোষ্ঠী সকল দক্ষিণদিকে আবাসের পার্শ্বে সন্নিবেশিত হইত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 কহাতের পরিবারগোষ্ঠীগুলিকে পবিত্র তাঁবুর দক্ষিণ দিকে স্থান দেওয়া হয়েছিল। এই স্থানেই তারা শিবির স্থাপন করেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 কহাতের সন্তানদের গোষ্ঠীর সবাই সমাগম তাঁবুর দক্ষিণদিকে শিবির করত।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 3:29
5 ক্রস রেফারেন্স  

ইসরায়েলী জনমণ্ডলী যেন ঐশ্বরিক রোষের সম্মুখীন না হয়, সেইজন্য প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের আবাস শিবিরের চারিদিকে লেবীয়রা ছাউনি ফেলবে এবং তাদেরই উপরে এই আবাস শিবিরের রক্ষণাবেক্ষণের দায়ইত্ব থাকবে।


গের্শোনী গোষ্ঠীভুক্ত সকলে প্রভু পরমেশ্বরের শিবিরের পিছনে পশ্চিম দিকে ছাউনি ফেলত।


দক্ষিণ দিকে রূবেণ গোষ্ঠীর পতাকাতলে রূবেণ গোষ্ঠীর লোকেরা তাদের গোষ্ঠীপতিদের পরিচালনায় ছাউনি ফেলবে। বংশ গোষ্ঠীপতি সংখ্যা রূবেণ শদেয়ূরের পুত্র ইলীষুর 46,500 শিমিয়োন সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল 59,300 গাদ দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ 45,650 সর্বমোট 151,450 রূবেণ গোষ্ঠীর লোকেরা দ্বিতীয় দফায় যাত্রা করবে।


এক মাস এবং তার চেয়ে বেশি বয়সের সমস্ত পুরুষের সংখ্যা গণনা করা হল এদের লোকসংখ্যা হল আট হাজার ছয়শো। পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ছিল এদের উপর।


উষীয়েলের পুত্র ইলিষাফল ছিল কোহাতি গোষ্ঠীর কর্তা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন