গণনা পুস্তক 3:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)19 পৃথক পরিবার বিভক্ত কহাৎ-এর পুত্রদের নাম অম্রাম, যিষহর, হিব্রোণ এবং উষীয়েল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর নিজ নিজ গোষ্ঠী অনুসারে কহাতীয়দের নাম অম্রাম, যিষ্হর, হেবরন ও উষীয়েল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 কহাতীয় গোষ্ঠীসমূহ হল: অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর আপন আপন গোষ্ঠী অনুসারে কহাতের সন্তানদের নাম অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 কহাতের পরিবারগোষ্ঠীতে ছিল অম্রাম, ষিষ্হর, হিব্রোণ এবং উষীয়েল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 কহাতের সন্তানদের নাম অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল। অধ্যায় দেখুন |
সেখানে উপস্থিত নিম্নলিখিত লেবীয়রা কোহাৎ গোষ্ঠীর অমাসয়ের পুত্র মাহৎ ও অসরিয়ের পুত্র যোয়েল, মরারি গোষ্ঠীর অব্দির পুত্র কীশ ও যিহলিলেলের পুত্র অসরিয়, গের্শোন গোষ্ঠীর সিম্মের পুত্র যোয়াহ্ ও যোয়াহের পুত্র এদন, ইলীষাফন গোষ্ঠীর শিম্রি ও যিয়ুয়েল এবং আসফ গোষ্ঠীর সখরিয় ও মত্তনিয়, হেমন গোষ্ঠীর যিহূয়েল ও শিমিয়ি এবং যেদুথুন গোষ্ঠীর শমরিয় ও উষীয়েল