Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 3:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 পৃথক পরিবারে বিভক্ত গের্শোনের পুত্রদের নাম লিবনী ও শিমিয়ি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 নিজ নিজ গোষ্ঠী অনুসারে গের্শোনের সন্তানদের নাম লিব্‌নি ও শিমিয়ি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 গের্শোন গোষ্ঠীসমূহের নাম: লিব্‌নি ও শিমিয়ি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 আর আপন আপন গোষ্ঠী অনুসারে গের্শোনের সন্তানদের নাম লিন্‌বি ও শিমিয়ি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 প্রত্যেক পুত্র বিভিন্ন পরিবারগোষ্ঠীর নেতা ছিল। গের্শোনের পরিবারগোষ্ঠীতে ছিল: লিব্‌নি এবং শিমিয়ি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 গের্শোনের সন্তানদের তাদের নাম লিব্‌নি ও শিমিয়ি।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 3:18
12 ক্রস রেফারেন্স  

এদের প্রত্যেকেরই পুত্র সন্তান ছিল। গের্শোনের দুই পুত্র: লিবনি ও শিমিয়ি,


হেমনের চোদ্দটি পুত্র: বুক্কিয়, মত্তনিয়, উষিয়েল, শবুয়েল, যিরিমোৎ, হনানিয়, হনানি, ইলিয়াথা, গিদ্দলত, রমাম্‌তিয়েশর যশ্‌বকাশা, মল্লথি, হোথীর, মহসিয়োৎ। রাজার


গের্শোন থেকে উৎপন্ন হল লিবনী ও শিমিয়ি গোষ্ঠী। এরা গের্শোনী গোষ্ঠীর অন্তর্ভুক্ত।


পৃথক পরিবার বিভক্ত কহাৎ-এর পুত্রদের নাম অম্রাম, যিষহর, হিব্রোণ এবং উষীয়েল।


জন্মের ক্রম অনুযায়ী লেবির সন্তানদের নাম: গের্শোন, কোহাৎ ও মরারি। লেবি একশ’ সাঁইত্রিশ বছর বেঁচে ছিলেন।


তুমি পরিবার ও পিতৃকুল অনুসারে গের্শোনের বংশধরদেরও সংখ্যা গণনা কর।


লেবীকুল ও তাদের রমণীরা, শিমিয়ির গোষ্ঠী, ও তাদের বণিতারা এবং বাকী সমস্ত গোষ্ঠী ও তাদের ঘরের মেয়েরা সকলেই পৃথক পৃথক ভাবে বিলাপ করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন