Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 3:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 তুমি লেবির বংশধরদের তাদের পিতৃকুল ও পরিবার অনুযায়ী গণনা কর। এক মাস এবং তদূর্ধ্ব বয়সের সমস্ত পুরুষের সংখ্যা গণনা কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 তুমি লেবীয়দেরকে তাদের পিতৃকুল অনুসারে ও গোষ্ঠী অনুসারে গণনা কর; এক মাস ও তার চেয়েও বেশি বয়স্ক সমস্ত পুরুষকেই গণনা কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 “বংশ এবং গোষ্ঠী অনুসারে লেবীয়দের গণনা করো। এক মাস বা তারও বেশি বয়সি প্রত্যেক পুরুষের সংখ্যা গ্রহণ করো।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 তুমি লেবির সন্তানগণকে তাহাদের পিতৃকুল অনুসারে ও গোষ্ঠী অনুসারে গণনা কর; এক মাস ও ততোধিক বয়স্ক সমস্ত পুরুষকেই গণনা কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 “লেবী গোষ্ঠীর প্রত্যেক পরিবার এবং পরিবারগোষ্ঠীর গণনা করো। এক মাস অথবা তার বেশী বয়স্ক প্রত্যেক পুরুষকে গণনা করবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 “তুমি লেবির সন্তানদের তাদের পিতৃকুল অনুসারে ও গোষ্ঠী অনুসারে গণনা কর; এক মাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত পুরুষকেই গণনা কর।”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 3:15
17 ক্রস রেফারেন্স  

লেবি বংশের এক মাস এবং তার চেয়ে বেশী বয়সের পুরুষ সন্তানের সংখ্যা গণনা করা হলে তা হল তেইশ হাজার। ইসরায়েলীদের অধিকৃত সম্পত্তিতে তাদের কোন অংশ না থাকায় ইসরায়েলীদের সঙ্গে তাদের গণনা করা হয়নি।


এবং কিভাবে ছোটবেলা থেকেই পবিত্র শাস্ত্র জেনেছ। এই শাস্ত্রজ্ঞান যীশু খ্রীষ্টে বিশ্বাসের মধ্য দিয়েই তোমাকে পরিত্রাণ লাভের পথ নির্দেশ করতে পারে।


এই দেখে যীশু বিরক্ত হয়ে তাঁদের বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না ওদের। ঈশ্বরের রাজ্য এদের মত লোকদের জন্যই।


ওগো কুমারী ইসরায়েল, আমি চিরদিন তোমাকে ভালবেসেছি, আমার শাশ্বত প্রেম অনুক্ষণ তোমাকে ঘিরে থাকবে।


যৌবনে তুমি কত অনুরক্ত ছিলে আমার প্রতি,আমার স্মরণে আছে সে কথা! আমাদের বিবাহের পর কত ভালবাসতে তুমি আমায়, মরুভূমিতে তুমি আমায় অনুসরণ করে চলতে, অনুসরণ করতে আমায় অকর্ষিত প্রান্তরে।


আমায় যারা ভালবাসে আমিও ভালবাসি তাদের যারা একাগ্র নিষ্ঠায় আমার অন্বেষণ করে তারাই আমাকে পায়।


এক মাস ও চার চেয়ে বেশি বয়সের প্রথম গর্ভের পুত্র সন্তানদের নামসহ সংখ্যা সর্বমোট বাইশ হাজার দুশো ছিয়াত্তর।


এক মাস ও তার চেয়ে বেশি বয়সের পুরুষের সংখ্যা গণনা করা হলে এদের লোকসংখ্যা হল ছয় হাজার দুশো।


এক মাস এবং তার চেয়ে বেশি বয়সের সমস্ত পুরুষের সংখ্যা গণনা করা হল এদের লোকসংখ্যা হল আট হাজার ছয়শো। পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ছিল এদের উপর।


এক মাস ও তদূর্ধ্ব বয়সের সমস্ত পুরুষের সংখ্যা গণনা করা হলে এদের লোকসংখ্যা হল সাত হাজার পাঁচশো।


লেবির বংশধরদের গণনা করা হল না।


মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী তাদের গণনা করলেন।


ইসরায়েলীদের মধ্যে কুড়ি বছর এবং তার চেয়ে বেশি বয়সের যত পুরুষ যুদ্ধ করতে সক্ষম, তুমি ও হারোণ তাদের নামের একটি তালিকা তৈরি কর। এই কাজে প্রত্যেক বংশের গোষ্ঠীপতিরা তোমাদের সহকারী হবে।


লেবি-বংশের বিভিন্ন গোষ্ঠীর এই সমস্ত লোক গণনাভুক্ত হয়েছিল: গেরশোনের পরিবারভুক্ত গেরশোন গোষ্ঠী, কোহাৎ-এর পরিবারভুক্ত কহাৎ গোষ্ঠী, মরারির পরিবারভুক্ত মরারি গোষ্ঠী।


পুরোহিতদের কাজের দায়িত্ব নির্ধারিত হত গোষ্ঠী অনুযায়ী এবং লেবীয়দের দায়িত্ব নির্ধারিত হত কুড়ি বৎসর ও তদূর্ধ বয়স্ক ব্যক্তিদের গঠিত কর্মীদল অনুসারে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন