Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 3:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 আর হারোণ ও তার পুত্রদের তুমি পৌরোহিত্যের পদে নিয়োগ করবে, তারা এই বিষয় সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করবে। অন্য কোন লোক এই ব্যাপারে হস্তক্ষেপ করলে তার প্রাণদণ্ড হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 আর তুমি হারুন ও তার পুত্রদের নিযুক্ত করবে এবং তারা তাদের ইমাম-পদ রক্ষা করবে। অন্য গোষ্ঠীভুক্ত যে কেউ এই কাজ করতে যাবে তার প্রাণদণ্ড হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 হারোণ ও তার ছেলেদের যাজক হিসেবে পরিচর্যার জন্য নিযুক্ত করো। অন্য কোনো ব্যক্তি পবিত্রস্থানের নিকটবর্তী হলে অবশ্যই তার প্রাণদণ্ড হবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আর তুমি হারোণ ও তাহার পুত্রগণকে নিযুক্ত করিবে, এবং তাহারা আপনাদের যাজকত্বপদ রক্ষা করিবে। অন্য গোষ্ঠীভুক্ত যে কেহ নিকটবর্ত্তী হইবে, তাহার প্রাণদণ্ড হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 “যাজক হিসেবে হারোণ এবং তার পুত্রদের নিয়োগ করো। তারা অবশ্যই তাদের কর্তব্য পালন করবে এবং যাজক হিসেবে কাজ করবে। অন্য যে কোনো ব্যক্তি যদি পবিত্র দ্রব্যসামগ্রীর কাছাকাছি আসতে চেষ্টা করে তবে তাকে অবশ্যই হত্যা করতে হবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তুমি হারোণ ও তার ছেলেদেরকে নিযুক্ত করবে এবং তারা তাদের যাজকের পদ রক্ষা করবে, অন্য গোষ্ঠীর যে কেউ কাছাকাছি আসবে, তার প্রাণদণ্ড হবে।”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 3:10
25 ক্রস রেফারেন্স  

যাত্রা করার সময় লেবীয়রাই শিবির তুলবে এবং স্থাপন করার সময় তারাই আবার স্থাপন করবে। অন্য কেউ শিবিরের কাছে গেলে তার প্রাণদণ্ড হবে।


সম্মিলন শিবিরের সম্মুখে পূর্ব দিকে মোশি, হারোণ ও তাঁর পুত্রগণ ছাউনি ফেলতেন। পবিত্র স্থানে ইসরায়েলীদের জন্য করণীয় সমস্ত অনুষ্ঠান পালনের দায়িত্ব তাঁদের উপর ন্যস্ত ছিল। অন্য কেউ এই কাজে হস্তক্ষেপ করলে তার প্রাণদণ্ড হত।


সেবার প্রেরণা যে পেয়েছে সে তা-ই করুক। শিক্ষাদানের ক্ষমতা যে পেয়েছে সে শিক্ষা কার্যেই নিযুক্ত থাকুক।


কিন্তু বেদীমূলে ও পর্দার অভ্যন্তরে পুরোহিতরূপে তোমাদের করণীয় যা কিছু আছে, তা শুধু তুমি ও তোমার পুত্রেরাই করবে। এ দায়িত্ব তোমাদের। এই পৌরোহিত্যের অধিকার আমি তোমাদের উপহার স্বরূপ দিয়েছি। অনধিকারী কোন লোক এই কাজ করতে গেলে তার মৃত্যুদণ্ড হবে।


তিনি যদি পৃথিবীতে থাকতেন তাহলে তিনি পুরোহিত হতেনই না, কারণ বিধিসম্মত অর্ঘ্য নিবেদন করার জন্য পুরোহিত পৃথিবীতে আছে।


অতএব তোমরা একন আর বিদেশী আপরিচিত নও, তোমরা এখন ঈশ্ব-ভক্তদের মহনাগরিক, ঈশ্বরের পরিবারভুক্ত লোক।


আমার মন্দিরের পবিত্র আচার অনুষ্ঠান পালনের দায়িত্ব তারা নিজেরা না নিয়ে বিদেশীদের হাতে তুলে দিয়েছে।


তারা তোমার নির্দেশ পালনের জন্য প্রস্তুত থাকবে এবং শিবিরের অন্যান্য করণীয় কাজ করবে। কিন্তু তারা পবিত্র স্থানের তৈজসপত্রের কাছে কিম্বা বেদীর কাছে যাবে না, তাহলে তারা এবং সেইসঙ্গে তুমিও মারা পড়বে।


এগুলি ইসরায়েলীদের কাছে স্মারক চিহ্ন স্বরূপ যেন হারোণের বংশধর ছাড়া অনধিকারী অন্য কোন লোক প্রভু পরমেশ্বরের সম্মুখে ধূপ উৎসর্গ করতে না যায় এবং তার দশা কোরহ্ এবং তার দলের মত না হয়। মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর ইলিয়াসরকে এই নির্দেশ দিয়েছিলেন।


এরপর প্রভু পরমেশ্বরের কাছ থেকে অগ্নিশিখা নির্গত হয়ে সেই দুশো পঞ্চাশ জন লোক, যারা ধূপ উৎসর্গ করেছিল, তাদের সকলকে গ্রাস করল।


তাদের মাথায় টুপি এবং কোমরবন্ধ পরিয়ে দেবে। আমার চিরস্থায়ী বিধিবলে তারা পৌরোহিত্যের পদে নিযুক্ত হবে। এইভাবে তুমি হারোণ ও তার পুত্রদের অভিষেক করবে।


রাজা শলোমন মন্দির নির্মাণ করার আগে সম্মিলন শিবিরে তারা নিয়মিত পালা করে কাজ করত।


কিন্তু পরম ঈশ্বর প্রভু এতে উজজাহ্-এর উপর খুব রেগে গেলেন (কারণ তাঁর প্রতি অভক্তি প্রকাশ করা হয়েছে।) এই দোষের জন্য ঈশ্বর তাকে আঘাত করলেন। সে চুক্তি সিন্দুকের পাশে পড়ে মারা গেল।


পরে প্রভু পরমেশ্বর বেৎ-শেমেশের অধিবাসীদের মধ্যে কিছু লোককে আঘাত করলেন, কারণ তারা প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটির ভিতরে দৃষ্টিপাত করেছিল। তারা সংখ্যায় ছিল সত্তর জন। ফলে সমস্ত লোক শোকে অভিভূত হল কারণ প্রভু পরমেশ্বরের প্রচণ্ড আঘাতে তাদের সংহার করেছিলেন।


অন্য কোন লোক এই পবিত্র প্রসাদ গ্রহণ করতে পারবে না। পুরোহিতের কোন বিদেশী অতিথি কিম্বা বেতনভোগী কর্মচারী এই পবিত্র প্রসাদ গ্রহণ করতে পারবে না।


প্রভু পরমেশ্বর মোশিকে আরও বললেন,


তিনি যে তোমাকে ও তোমার জ্ঞাতিভাই লেবি গোষ্ঠীর লোকদের নিজের সান্নিধ্যে এনেছেন তা-ই কি তোমাদের পক্ষে যথেষ্ট নয়? তোমরা কি এখন আবার পুরোহিত হতে চাইছ?


মীখার বাড়িতে একটি মন্দির ছিল। সে একটি এফোদ এবং কয়েকটি পারিবারিক বিগ্রহ তৈরী করল। আর তার এক ছেলেকে অভিষেক করে পুরোহিত রূপে নিযুক্ত করল।


কারণ সদা সর্বদা প্রভু পরমেশ্বরের উপাসনা ও পরিচর্যা করার জন্য তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সকল গোষ্ঠীর মধ্য থেকে লেবি ও তার বংশধরদের মনোনীত করেছেন।


যারবিয়াম পাহাড়ের চূড়াগুলিতেও মন্দির নির্মাণ করলেন এবং লেবী গোষ্ঠী ছাড়া অন্যান্য গোষ্ঠীর লোকদেরও পুরোহিত নিযুক্ত করলেন।


কিন্তু আমি বললাম, আমার মত একজন মানুষের পক্ষে পালিয়ে যাওয়া কি শোভা পায়? কিম্বা আমার মত একজনের পক্ষে নিজের প্রাণ বাঁচাবার জন্য মন্দিরে গিয়ে আশ্রয় নেওয়া কি উচিত হবে? আমি যাব না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন