Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 28:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 নিত্যনৈমিত্তিক হোম ও পেয় নৈবেদ্য ছাড়াও প্রতি বিশ্রাম দিবসে এই হোমবলি উৎসর্গ করতে হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 প্রতিদিনের পোড়ানো-কোরবানী ও তৎসংক্রান্ত পেয় উৎসর্গ ভিন্ন এটাই হচ্ছে প্রতি বিশ্রামবারের পোড়ানো-কোরবানী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 নিয়মিত হোম-নৈবেদ্য ও পরিপূরক পেয়-নৈবেদ্যর অতিরিক্ত এই হোম-নৈবেদ্য প্রতি বিশ্রামবারের জন্য প্রযোজ্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 নিত্য হোম ও তৎসংক্রান্ত পেয় নৈবেদ্য ভিন্ন প্রতিবিশ্রামবারের হোম এই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 এটি এই বিশ্রামের দিনের জন্য বিশেষ নৈবেদ্য। নিয়মিত যে নৈবেদ্য এবং পেয় নৈবেদ্য দেওয়া হয় তার সাথে এটি অতিরিক্ত নৈবেদ্য হিসেবে গণ্য হবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 এইগুলি প্রতিদিনের র হোমবলি ও তার সঙ্গে পেয় নৈবেদ্য ছাড়া প্রতি বিশ্রামবারের হোমবলি।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 28:10
16 ক্রস রেফারেন্স  

প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগ উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।


এবং প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগ উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।


এবং প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগও এই সঙ্গে উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।


প্রায়শ্চিত্ত বলি স্বরূপ একটি ছাগও এই সঙ্গে উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।


প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগও এই সঙ্গে উৎসর্গ করবে। নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।


প্রায়শ্চিত্ত বলিরূপে একটি ছাগও এই সঙ্গে উৎসর্গ করবে। প্রায়শ্চিত্তের বলি, নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও এগুলি উৎসর্গ করতে হবে।


অমাবস্যা তিথির জন্য নির্দিষ্ট হোমবলি ও ভোগ এবং বিধিসম্মত নিত্যনৈমিত্তিক হোমবলি, ভোগ ও পেয় নৈবেদ্য ছাড়াও তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে সৌরভজনক হোম নৈবেদ্যরূপে এগুলি উৎসর্গ করবে।


নিত্য নৈমিত্তিক প্রাতঃকালীন হোম নৈবেদ্য ছাড়াও এগুলি তোমরা নিবেদন করবে।


তাদের তুমি বল যে, তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমের জন্য এইগুলি উৎসর্গ করবে: নিত্যনৈমিত্তিক হোমের জন্য এক বছর বয়সের নিখুঁত দুটি মেষশাবক।


বিশ্রাম দিবসে এক বছর বয়সের দুটি নিখুঁত মেষশাবক উৎসর্গ করবে ও সেই সঙ্গে এক এফার দশ ভাগের দুই ভাগ ময়দার সঙ্গে তেলের ময়ান দেওয়া ভোগ এবং উপযুক্ত পরিমাণ পেয় নৈবেদ্য নিবেদন করবে।


আমি আমার আরাধ্য প্রভু পরমেশ্বরের আরাধনার জন্য একটি মন্দির নির্মাণের সঙ্কল্প করেছি। এ হবে এমন একটি স্থান যেখানে আমি ও আমার প্রজাবৃন্দ সুগন্ধি ধূপ জ্বেলে প্রভু পরমেশ্বরের উপাসানা করব। সেখানে নিত্য নিবেদিত হবে ঈশ্বরের উপস্থিতির প্রতীক রুটি, প্রতি প্রভাতে ও সন্ধ্যায়, সাব্বাথ দিনে, অমাবস্যার উৎসবে এবং অন্যান্য সমস্ত পর্বদিনে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মানে উৎসর্গিত হবে হোম নৈবেদ্য। ইসরায়েলীদের প্রতি ‘ঈশ্বরের এই আদেশ চিরদিন অবশ্য পালনীয়।


প্রত্যকটি পবিত্র দিনে অর্থাৎ সাব্বাথ দিন, নতুন চাঁদের উৎসব এবং তিনটি বাৎসরিক উৎসব–খামিরবিহীন রুটির উৎসব, ফসল আহরণের উৎসব এবং কুটিরোৎসবে শলোমন মোশির বিধান অনুসারে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুগন্ধি ধূপ নিবেদন করতেন।


বৃথা তোমাদের এই নৈবেদ্য উপহার। তোমাদের জ্বালানো ঐ ধূপের গন্ধ আমার কাছে বিরক্তিকর। তোমাদের নতুন চাঁদের পার্বণ, সাব্বাথদিন ও তোমাদের ধর্মসভা আমার কাছে অসহ্য। তোমাদের পাপে সব কলুষিত হয়েছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন