Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 27:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 তুমি তাদের পিতৃকুলের জ্ঞাতিদের মধ্যে অবশ্যই তাদের সম্পত্তির অধিকার দেবে। তাদের পিতার স্বত্বাধিকার তাদের দেবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 সলফাদের কন্যারা যথার্থ বলছে; তুমি ওদের পিতৃকুলের ভাইদের মধ্যে অবশ্য ওদেরকে স্বত্বাধিকার দেবে ও ওদের পিতার অধিকার ওদেরকে দেবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 “সলফাদের কন্যাগণ সঠিক কথাই বলেছে। তুমি নিশ্চিতরূপে তাদের বাবার আত্মীয়দের অধিকারের মধ্যে, তাদের ভূমির স্বত্বাধিকার দেবে এইভাবে, তাদের বাবার স্বত্বাধিকার, তাদের দান করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 তুমি উহাদের পিতৃকুলের ভ্রাতাদিগের মধ্যে অবশ্য উহাদিগকে স্বত্বাধিকার দিবে, ও উহাদের পিতার অধিকার উহাদিগকে সমর্পণ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 “সলফাদ এর মেয়েরা ঠিক বলেছে। তাদের পিতার ভাইদের জমির অংশ ভাগ করে নেওয়াই তাদের উচিৎ‌ হবে। সুতরাং যে জমিটা তুমি তাদের পিতাকে দিতে, সেই জমিটা তুমি ওদের দিয়ে দাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 “সলফাদের মেয়েরা ঠিকই বলছে; তুমি তাদের বাবার বংশের ভাইদের মধ্যে অবশ্যই তাদেরকে নিজের অধিকার দেবে ও তাদের বাবার অধিকার তাদেরকে সমর্পণ করবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 27:7
10 ক্রস রেফারেন্স  

ইহুদী কি অইহুদী, পরাধীন কি স্বাধীন, পুরুষ কি নারী কারও মধ্যে কোন ভেদ নেই। খ্রীষ্ট যীশুর আশ্রয়ে তোমরা সকলে এক।


তোমার অনাথ শিশুদের আমার কাছে রেখে যাও, আমি তাদের যত্ন নেব। তোমার বিধবারা নিশ্চিন্তে আমার উপরে নির্ভর করুক।


তারা পুরোহিত ইলিয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং গোষ্ঠীপতিদের কাছে এসে বলল, আমাদের জ্ঞাতিবর্গের সঙ্গে আমাদেরও উত্তরাধিকার বণ্টন করে দেওয়ার নির্দেশ প্রভু পরমেশ্বর মোশিকে দিয়েছিলেন। প্রভু পরমেশ্বরের সেই নির্দেশ অনুযায়ী তিনি তাদের পিতৃকুলের জ্ঞাতিদের সঙ্গে তাদেরও উত্তরাধিকার নির্দিষ্ট করে দিয়েছিলেন।


নিজ পবিত্র মন্দিরে অধিষ্ঠিত ঈশ্বর পিতৃহীনের পিতা তিনি বিধবার সহায়।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, সলফাদের কন্যারা ঠিক কথাই বলেছে।


তুমি ইসরায়েলীদের বল যে কেউ যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে তোমরা তার সম্পত্তি তার কন্যাকে দেবে।


সলফাদের কন্যাদের সম্পর্কে প্রভু পরমেশ্বরের নির্দেশ এই: তারা নিজেদের পছন্দ অনুযায়ী বিবাহ করতে পারে, কিন্তু পিতৃগোষ্ঠীর মধ্যেই তাদের বিবাহ করতে হবে।


তখন মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী ইসরায়েলীদের বললেন, যোষেফের বংশধরেরা ঠিক কথাই বলেছে।


ইয়োবের কন্যাদের তুল্য সুন্দরী সারা দেশে ছিল না। তাদের পিতা পুত্রকন্যাদের সম্পত্তির সমান অংশ দিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন