গণনা পুস্তক 26:65 - পবিএ বাইবেল CL Bible (BSI)65 কারণ প্রভু পরমেশ্বর বলেছিলেন, প্রান্তরেই তাদের মৃত্যু হবে। তাদের মধ্যে যিফুন্নির পুত্র কালেব ও নুনের পুত্র যিহোশূয় ছাড়া একজনও আর অবশিষ্ট ছিল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস65 কারণ মাবুদ তাদের বিষয়ে বলেছিলেন, তারা মরুভূমিতে মরবেই মরবে; আর তাদের মধ্যে যিফূন্নির পুত্র কালুত ও নূনের পুত্র ইউসা ছাড়া এক জনও অবশিষ্ট রইলো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ65 কারণ সদাপ্রভু সেই ইস্রায়েলীদের বলেছিলেন যে তারা নিশ্চিতরূপেই প্রান্তরে মারা যাবে। তাই যিফূন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় ছাড়া, তাদের একজনও অবশিষ্ট ছিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)65 কারণ সদাপ্রভু তাহাদের বিষয়ে বলিয়াছিলেন, তাহারা প্রান্তরে মরিবেই মরিবে; আর তাহাদের মধ্যে যিফূন্নির পুত্র কালেব ও নূনের পুত্র যিহোশূয় ব্যতিরেকে এক জনও অবশিষ্ট রহিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল65 কেন? কারণ প্রভু ইস্রায়েলের ঐ সমস্ত লোকদের বিষয়ে বলেছিলেন যে, তারা সকলেই মরুভূমিতে মারা যাবে। কেবল দুজন ব্যক্তি বেঁচে ছিলেন। তাঁরা হলেন যিফুন্নির পুত্র কালেব এবং নূনের পুত্র যিহোশূয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী65 কারণ সদাপ্রভু তাদের বিষয়ে বলেছিলেন, তারা মরুপ্রান্তে মারা যাবেই; আর তাদের মধ্যে যিফূন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় ছাড়া একজনও অবশিষ্ট থাকল না। অধ্যায় দেখুন |
প্রভু পরমেশ্বরের মনোনীত ব্যক্তিদের নাম যথাক্রমে এই: গোষ্ঠী গোষ্ঠীপতি যিহুদা যিফুন্নির পুত্র কালেব শিমিয়োন অম্মীহুদের পুত্র শমূয়েল বিন্যামীন কিশলোনের পুত্র ইলীদদ দান যগলির পুত্র বুক্কি মনঃশি এফোদের পুত্র হন্নীয়েল ইফ্রয়িম শিপ্তনের পুত্র কমূয়েল সবুলূন পর্ণকের পুত্র ইলীষাফণ ইষাখর অসসনের পুত্র পলটিয়েল আশের শলোমির পুত্র অহীহূদ নপ্তালি অম্মীহূদের পুত্র পদহেল