Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 26:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 হিষরোণের পরিবারভুক্ত হিষরোণের গোষ্ঠী। কারমির পরিবারভুক্ত কারমি গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 হিষ্রোণ থেকে হিষ্রোণীয় গোষ্ঠী; কর্মি থেকে কর্মীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 হিষ্রোণ থেকে হিষ্রোণীয় গোষ্ঠী, কর্মি থেকে কর্মীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 হিষ্রোণ হইতে হিষ্রোণীয় গোষ্ঠী; কর্ম্মি হইতে কর্ম্মীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 হিষ্রোণ হতে হিষ্রোণীয় পরিবার। কর্ম্মি হতে র্কম্মীয় পরিবার।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 হিষ্রোণ থেকে হিষ্রোণীয় গোষ্ঠী; কর্ম্মি থেকে কর্ম্মীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 26:6
5 ক্রস রেফারেন্স  

ইসরায়েলের জ্যেষ্ঠ সন্তান রূবেণের বংশধরগণ: হনোকের পরিবারভুক্ত হনোক গোষ্ঠীর পল্লুর পরিবারভুক্ত পল্লু গোষ্ঠী।


এরা রূবেণের বংশধর। এদের মধ্যে গণিত লোকের সংখ্যা ছিল তেতাল্লিশ হাজার সাতশো ত্রিশ জন।


পেরেস-এর সন্তানঃ হিষরোণের পরিবারভুক্ত হিষরোণ গোষ্ঠী, হামুয়েল পরিবারভুক্ত হামুল গোষ্ঠী।


তোমাদের শিশুসন্তানেরা যাদের সম্পর্কে তোমরা বলেছিলে যে তারা লুঠের সম্পত্তি হবে, তাদেরই আমি সেখানে নিয়ে যাব। তোমরা যে দেশের নিন্দা করেছ, সে দেশ তারাই ভোগ দখল করবে।


আছে হনন ও নিরাময়ের নির্দিষ্ট কাল, ভাঙ্গা ও গড়ার কাল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন