Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 26:54 - পবিএ বাইবেল CL Bible (BSI)

54 যে গোষ্ঠীর লোকসংখ্যা বেশী সেই গোষ্ঠীকে বেশি এবং যার লোকসংখ্যা কম তাকে কম সম্পত্তি দিতে হবে। গণনাভুক্ত লোকসংখ্যার অনুপাতে সম্পত্তি বন্টন করা হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

54 যার লোক বেশি তুমি তাকে বেশি ও যার লোক অল্প, তাকে অল্প অধিকার দেবে, যার যত গণনা-করা লোক, তাকে তত অধিকার দেওয়া যাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

54 বড়ো দলকে বেশি এবং ছোটো দলকে অল্প স্বত্বাধিকার দিতে হবে। নামের তালিকা অনুযায়ী, প্রত্যেক ব্যক্তি তার স্বত্বাধিকার লাভ করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

54 যাহার লোক অধিক, তুমি তাহাকে অধিক অধিকার দিবে, ও যাহার লোক অল্প, তাহাকে অল্প অধিকার দিবে, যাহার যত গণিত লোক, তাহাকে তত অধিকার দেওয়া যাইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

54 বড় পরিবার বেশী জমি পাবে এবং ছোট পরিবার কম জমি পাবে। যার যত লোক তাকে ততটা অধিকার দাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

54 যার লোক বেশি, তুমি তাকে বেশি অধিকার দেবে ও যার লোক অল্প, তাকে অল্প অধিকার দেবে; যার যত গণনা করা লোক, তাকে তত অধিকার দেওয়া যাবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 26:54
7 ক্রস রেফারেন্স  

তোমরা পাশা চেলে তোমাদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সেই দেশ বন্টন করবে। যাদের লোকসংখ্যা বেশী তাদের অংশে বেশী এবং যাদের লোকসংখ্যা কম তাদের অংশে কম-এইভাবে তোমরা জমিজমা বিলি করবে। পাশার দান অনুযায়ী যেখানে যার অংশ নির্দিষ্ট হবে, সেখানেই হবে তার অধিকার।


যোষেফের বংশধরেরা যিহোশূয়ের কাছে দাবী জানাল: কেন আপনি উত্তরাধিকারস্বরূপ আমাদের মাত্র একটি এলাকা দিলেন? প্রভুর আশীর্বাদে আমাদের জনসংখ্যা এখন বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে।


তারা আরও বলল, আমাদের প্রতি যদি আপনার কৃপাদৃষ্টি থাকে দয়া করে তা হলে আমাদের এই প্রদেশ দখল করার অনুমতি দিন। জর্ডনের ওপারে আমাদের নিয়ে সাবেন না।


অটারোৎ, দিবোন, যাসের, নিম্রা, হিষ্‌রোণ, ইলিয়ালী, সেবাম, নবো এবং বিয়োন-


লোক সংখ্যা অনুপাতে এদের মধ্যে দেশ ভাগবন্টন করে দিতে হবে।


ইসরায়েলীদের স্বত্বাধিকার থেকে এই নগরগুলি তাদের দেবার সময়ে তোমরা যাদের সম্পত্তি বেশী, তাদের কাছ থেকে বেশী এবং যাদের সম্পত্তি কম, তাদের কাছ থেকে কম নেবে। প্রত্যেক গোষ্ঠী তার অধিকারভুক্ত এলাকা থেকে কয়েকটি নগর লেবীয়দের দেবে।


শিমিয়োন গোষ্ঠীর এলাকা যিহুদা গোষ্ঠীর জন্য নির্দিষ্ট এলাকার মধ্যে ছিল। যিহুদা গোষ্ঠীর অংশভুক্ত এলাকা তাদের প্রয়োজনের তুলনায় বড় ছিল বলে তাদের এলাকার মধ্যেই শিমিয়োন গোষ্ঠীকে অংশ দেওয়া হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন