গণনা পুস্তক 26:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)34 এরা সকলে মনঃশির বংশধর। এদের গণিত লোকের সংখ্যা ছিল বাহান্ন হাজার সাতশো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 এরা মানশার গোষ্ঠী; এদের গণনা করা লোক বাহান্ন হাজার সাত শত জন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 এরা সবাই মনঃশির গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 52,700। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 ইহারা মনঃশির গোষ্ঠী; ইহাদের গণিত লোক বাহান্ন সহস্র সাত শত জন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 ঐ পরিবারগুলোর সবগুলোই ছিল মনঃশি পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 52,700 জন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 এরা মনঃশির গোষ্ঠী; এদের গণনা করা লোক বাহান্ন হাজার সাতশো জন। অধ্যায় দেখুন |