Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 26:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 যিহূদার সন্তান ও তাদের পরিবার: শেলার পরিবারভুক্ত শেলা গোষ্ঠী। পেরেস্-এর পরিবারভুক্ত পেরেস্ গোষ্ঠী, সেরাহ্-র পরিবারভুক্ত সেরাহ্ গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 নিজ নিজ গোষ্ঠী অনুসারে এহুদার সন্তানেরা হল শেলা থেকে শেলায়ীয় গোষ্ঠী; পেরস থেকে পেরসীয় গোষ্ঠী; সেরহ থেকে সেরহীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 গোষ্ঠী অনুযায়ী, যিহূদার বংশধরেরা হল: শেলা থেকে শেলানীয় গোষ্ঠী, পেরস থেকে পেরসীয় গোষ্ঠী, সেরহ থেকে সেরহীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদার সন্তানগণ; শেলা হইতে শেলায়ীয় গোষ্ঠী; পেরস হইতে পেরসীয় গোষ্ঠী; সেরহ হইতে সেরহীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 নিজেদের গোষ্ঠী অনুসারে যিহূদার সন্তানরা; শেলা থেকে শেলায়ীয় গোষ্ঠী; পেরস থেকে পেরসীয় গোষ্ঠী; সেরহ থেকে সেরহীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 26:20
18 ক্রস রেফারেন্স  

যিহুদার সন্তান সেরহের বংশধরদের মধ্যে অন্যতম মশেষাবেলের পুত্র পথাহিয় পারস্যের রাজদরবারে ইসরায়েলীদের প্রতিনিধিত্ব করতেন এবং প্রজাসংক্রান্ত সব বিষয়ে রাজার পরামর্শদাতা ছিলেন।


যিহুদার পুত্র: য়ের, ওনান, শেলা, পেরেস্‌ ও জেরাহ্‌। এদের মধ্যে য়ের এবং ওনানের কনান দেশেই মৃত্যু হয়।


নহশোন অম্মীনাদবের পুত্র, অম্মীনাদব অদমানের পুত্র, অদমান অর্ণির পুত্র, অর্ণি হিষ্‌রোণের পুত্র, হিষ্‌রোণ পেরসের পুত্র, পেরস যিহুদার পুত্র,


যিহুদার পুত্র পেরস ও সেরহ, তামরের গর্ভজাত, পেরসের পুত্র হিষরোণ, হিষরোণের পুত্র রাম;


পেরসের বীর বংশধর যারা জেরুশালেমে বাস করছিল তাদের সখ্যা ছিল 468।


অপর পক্ষে যিহুদীয়া এবং বিন্যামীন উভয় স্থানের লোকেরা জেরুশালেমে বাস কর। উষিয়ের পুত্র অথায়, উষিয় সখরিয়ের পুত্র, সখরিয় অসরিয়ের পুত্র, অসরিয় শফটিয়ের পুত্র, শফটিয় মহলেলের পুত্র, মহলেল পেরসের সন্তানদের মধ্যে একজন।


যিহুদার এক পুত্র শেলাহ্। তাঁর বংশধরদের মধ্যে এর নামে এক ব্যক্তি লেকাহ্ জনপদের প্রতিষ্ঠাতা। লাদাহ্ ছিলেন মারেশাহ্ জনপদের প্রতিষ্ঠাতা। এঁর সন্তান-সন্ততিরা ছিল তাঁতী। এরা বেথ-অশবে জনপদে বাস করত।


সে তখন বিধবার বেশ পরিত্যাগ করে প্রসাধন করল এবং ওড়নায় মুখ ঢেকে তিমনার অভিমুখে এনায়িমের প্রবেশ পথের ধারে বসে রইল। সে দেখেছিল যে শেলা বড় হওয়া সত্ত্বেও তার সঙ্গে তার বিবাহ দেওয়া হল না। যিহুদা তাকে দেখে বারবণিতা বলে মনে করলেন,


যিহুদা তখন তাঁর পুত্রবধূ তামরকে বললেন, যতদিন আমার পুত্র শেলা বড় না হয় ততদিন তুমি তোমার পিতৃগৃহে বৈধব্য পালন কর। যিহুদা ভেবেছিলেন তাঁর এই পুত্রটিও হয়তো তার ভাইদের মতই মারা যাবে। তামর তাই তার পিতৃগৃহে গিয়ে বাস করতে লাগল।


তার তৃতীয় পুত্র জন্মগ্রহণ করল, তার নাম সে রাখল শেলা। এই ছেলেটির জন্মের সময় যিহুদা ছিলেন কষীবে।


যিহুদা গোষ্ঠীর মুদ্রাঙ্কিত লোকের সংখ্যা বারো হাজার।রূবেণ গোষ্ঠীর বারো হাজার


যিহুদা, তোমার ভাইয়েরা করবে তোমার স্তুতি, শত্রুদের তুমি রাখবে বশে, তোমার ভাইয়েরা নত হবে তোমার কাছে।


পেরেস-এর সন্তানঃ হিষরোণের পরিবারভুক্ত হিষরোণ গোষ্ঠী, হামুয়েল পরিবারভুক্ত হামুল গোষ্ঠী।


যিহুদা গোষ্ঠীর ছয় শো নব্বইটি পরিবার জেরুশালেমে গিয়ে বসতি স্থাপন করেছিল। যিহুদার পুত্র পেরেসের বংশধরদের নেতা ছিলেন উথয়। ইনি অম্মিহুদের পুত্র ও অম্রির পৌত্র। ইমরি ও বানি ছিলেন তাঁর পূর্ব পুরুষ। যিহুদার পুত্র শেলার বংশধরদের নেতা ছিলেন অসায়। তিনিই ছিলেন গোষ্ঠীর প্রধান ব্যক্তি। যিহুদার অপর পুত্র সেরাহর বংশধরদের নেতা ছিলেন যুয়েল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন