Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 26:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 সেরাহ-র পরিবারভুক্ত সেরাহ গোষ্ঠী, শৌল-এর পরিবারভুক্ত শৌল গোষ্ঠী—

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 সেরহ থেকে সেরহীয় গোষ্ঠী; তালুত থেকে তালুতীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 সেরহ থেকে সেরহীয় গোষ্ঠী, শৌল থেকে শৌলীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 সেরহ হইতে সেরহীয় গোষ্ঠী; শৌল হইতে শৌলীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 সেরহ হতে সেরহীয় পরিবার। শৌল হতে শৌলীয় পরিবার।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 সেরহ থেকে সেরহীয় গোষ্ঠী; শৌল থেকে শৌলীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 26:13
6 ক্রস রেফারেন্স  

শিমিয়োনের পুত্র: যিমুয়েল, যামিন, ওহাদ, যাকিন, জোহর ও কনানী স্ত্রীর গর্ভজাত পুত্র শৌল।


শিমিয়োনের পুত্রগণ ও তাদের পরিবার: নমুয়েলের পরিবারভুক্ত নমুয়েল গোষ্ঠী, যামীনের পরিবারভুক্ত যামীন গোষ্ঠী, যাখীনের পরিবারভুক্ত যাখীন গোষ্ঠী,


এরা সকলেই শিমিয়োনের বংশধর। এদের গণিত লোকের সংখ্যা ছিল বাইশ হাজার দুশো।


তারপর তিনি যিহূদা গোষ্ঠীর প্রত্যেক বংশকে এবং সমস্ত বংশের প্রত্যেক পরিবারকে একে একে উপস্থিত করলে সেরাহ্-র পরিবার নির্দিষ্ট হল। সেরাহ্-র পরিবারের সকল পুরুষকে একে একে উপস্থিত করলে সাব্‌দি নির্দিষ্ট হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন