Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 25:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 পুরোহিত হারোণের পৌত্র ও ইলিয়াসর পুত্র পিনহস এই ব্যাপার দেখে জনমণ্ডলীর মধ্য থেকে বেরিয়ে এসে একটা বর্শা হাতে নিলেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 তা দেখে ইমাম হারুনের পৌত্র ইলিয়াসরের পুত্র পীনহস মণ্ডলীর মধ্য থেকে উঠে হাতে বর্শা নিলেন;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 যখন যাজক হারোণের নাতি, ইলিয়াসরের ছেলে পীনহস তা দেখলেন, তিনি সমাজ থেকে প্রস্থান করে হাতে একটি বর্শা নিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 তাহা দেখিয়া হারোণ যাজকের পৌত্র ইলিয়াসরের পুত্র পীনহস মণ্ডলীর মধ্য হইতে উঠিয়া হস্তে বড়শা লইলেন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 ইলিয়াসরের পুত্র এবং যাজক হারোণের পৌত্র ছিলেন পীনহস। পীনহস ইস্রায়েলীয় লোকটিকে স্ত্রীলোকটিকে সঙ্গে নিয়ে শিবিরে আসতে দেখেছিলেন, সেজন্য তিনি সমাবেশ ত্যাগ করে তাঁর বর্শা নিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 যখন পীনহস, ইলীয়াসরের ছেলে, হারোণ যাজকের নাতি এইসব দেখে মণ্ডলীর মধ্যে থেকে উঠে হাতে বর্শা নিলেন।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 25:7
12 ক্রস রেফারেন্স  

হারোণের পুত্র ইলিয়াসর পুটিয়েলের এক কন্যাকে বিবাহ করেছিলেন। এঁর গর্ভে পিনহসের জন্ম হয়। এঁরাই লেবিকুলের বিভিন্ন গোষ্ঠীর প্রধান।


তখন পুরোহিত পিনহস তাদের উপযুক্ত শাস্তি বিধান করলেন,


প্রভু পরমেশ্বর আবার শৌলকে মানসিক অশান্তিতে বিপর্যস্ত করে তুললেন। শৌল নিজের ঘরেই বসেছিলেন, তাঁর হাতে ছিল একটা বর্শা। দাউদ তাঁর সামনে বসে বীণা বাজাচ্ছিলেন।


ইসরায়েলীরা আবার পরমেশ্বরের নির্দেশ জানতে চাইল, বলল, আমরা কি আমাদের জ্ঞাতি বিন্যামীন গোষ্ঠীর লোকদের সঙ্গে আবার যুদ্ধ করতে যাব, না বিরত থাকব? প্রভু বললেন, যাও, আগামী কাল তোমাদের হাতে আমি ওদের সমর্পণ করব।


লেবির বংশধরেরা মোশির নির্দেশ পালন করল। ফলে সেদিন প্রায় তিন হাজার লোক নিহত হল।


ইসরায়েলীরা গিলিয়দ প্রদেশ রূবেণ, গাদ ও মনঃশির অর্ধ গোষ্ঠীর লোকদের কাছে পুরোহিত ইলিয়াসরের পুত্র পিনহসকে


ইলিয়াসরের পুত্র পিনেহাস (অর্থ: প্রভু তাঁর সঙ্গে থাকুন) এককালে তাঁদের কাজকর্ম তদারক করতেন।


তাদের সঙ্গে আমার যে সন্ধি স্থাপিত হয়েছিল তার ফলে তারা পেয়েছিল সুখ-সমৃদ্ধি। আমিই তাদের সেইসব দিয়েছিলাম যেন তারা আমাকে ভয়ভক্তি করে, আর তারাও তাই করত। আমার প্রতি ছিল তাদের শ্রদ্ধা ও ভক্তি।


মোশি এইভাবে প্রত্যেক গোষ্ঠী থেকে এক হাজার লোককে এবং সেই সঙ্গে পুরোহিত ইলিয়াসরের পুত্র পিনহসকে যুদ্ধে পাঠিয়ে দিলেন। পবিত্র পীঠস্থানের পাত্র গুলি ও রণতূর্য পিনহসের সঙ্গে ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন