Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 25:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 ঐ নিহত মিদিয়নী নারীর নাম কজবি, সে ছিল সুর নামক মিদিয়নীদের এক গোষ্ঠী প্রধানের কন্যা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 আর ঐ নিহত মাদিয়ানীয়া স্ত্রীর নাম কস্‌বী, সে সূরের কন্যা; ঐ সূর ছিল মাদিয়ানীয়দের এক জন গোষ্ঠী প্রধান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 আর সেই মিদিয়নীয় স্ত্রীলোক, যাকে হত্যা করা হয়েছিল, তার নাম কস্‌বী। সে মিদিয়ন বংশের জনৈক গোষ্ঠীর প্রধান, সূর-এর মেয়ে ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 আর ঐ হতা মিদিয়নীয়া স্ত্রীর নাম কস্‌বী, সে সূরের কন্যা; ঐ সূর মিদিয়নের মধ্যে এক পিতৃকুলস্থ লোকদিগের অধ্যক্ষ ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 যে মিদিয়নীয়া স্ত্রীলোকটি হত হয়েছিল তার নাম ছিল কস্বী। সে ছিল সূরের কন্যা। সূর একটি পরিবারের কর্তা ছিলেন এবং একটি মিদিয়নীয় পরিবারগোষ্ঠীর নেতা ছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 মিদিয়নীয়া স্ত্রীর নাম কস্‌বী, সে সূরের মেয়ে, ঐ সূর মিদিয়নের মধ্যে এক গোষ্ঠীর প্রধান ছিল।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 25:15
7 ক্রস রেফারেন্স  

অন্যান্য লোকজনের সঙ্গে তারা মিদিয়নের পাঁচ জন রাজা-ইবি, রেকেম, সুর, হুর এবং রেবা-কেও হত্যা করল। বিয়োরের পুত্র বিলিয়মকেও তারা অস্ত্রাঘাতে বধ করল।


অর্থাৎ সমতল অঞ্চলের সমস্ত নগর হিষবোণ নিবাসী ইমোরী নৃপতি সিহোনের সমগ্র রাজ্য ছিল এদের অধিকারভুক্ত। সিহোন এবং ইবি, রেকেম, সুর, হুর ও রেবা নামে তাঁর মিদিয়নী অমাত্যবর্গ যাঁরা সেই দেশে বাস করতেন মোশি তাঁদের সকলকে বধ করেছিলেন।


কারণ তারাও পিয়োর-এর ছলনার দ্বারা তোমাদের প্রতারিত করে এই বিপত্তি ঘটিয়েছে এবং তাদের জ্ঞাতিভগ্নী মিদিয়নী গোষ্ঠী প্রধানের কন্যা কজ্‌বী, পিয়োরের মহামারীর সময় যে নিহত হয়েছিল, সেও ছিল তোমাদের দুঃখ কষ্টের অন্যতম কারণ।


মোয়াবের অধিবাসীর মিদিয়নের নেতৃস্থানীয় ব্যক্তিদের বলল, গরু যেমন মাঠের কচি ঘাস খেয়ে শেষ করে, এরাও তেমনি আমাদের আশেপাশের সব কিছু চেটেপুটে শেষ করে দেবে। সিপ্পোরের পুত্র বালাক ছিলেন তখন মোয়াবের রাজা।


সেই মিদিয়নী নারীর সঙ্গে যে ইসরায়েলী লোকটি নিহত হয়েছিল তার নাম জিম্‌রী। সে ছিল সালুর পুত্র এবং শিমিয়োন গোষ্ঠীর একজন কুলপতি।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,


ইসরায়েলীরা আবার পরমেশ্বরের অপ্রীতিকর কাজ করতে শুরু করল। তাই তিনি সাত বছর তাদের মিদিয়নের অধীন করে রাখলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন