গণনা পুস্তক 25:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)14 সেই মিদিয়নী নারীর সঙ্গে যে ইসরায়েলী লোকটি নিহত হয়েছিল তার নাম জিম্রী। সে ছিল সালুর পুত্র এবং শিমিয়োন গোষ্ঠীর একজন কুলপতি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 ইসরাইলীয় যে পুরুষ ঐ মাদিয়ানীয়া স্ত্রীর সঙ্গে নিহত হয়েছিল, তার নাম সিম্রি, সে সালূর পুত্র; সে শিমিয়োন গোষ্ঠীর এক জন কুলপতি ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 যে ইস্রায়েলী ব্যক্তি, ওই মিদিয়নীয় স্ত্রীলোকটির সঙ্গে হত হয়েছিল, তার নাম সিম্রি। সে সালুর ছেলে ও শিমিয়োনীয় গোষ্ঠীর একজন নেতা ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 ইস্রায়েলীয় যে পুরুষ ঐ মিদিয়নীয়া স্ত্রীর সহিত হত হইয়াছিল, তাহার নাম সিম্রি, সে সালূর পুত্র; সে শিমিয়োনীয়দের এক জন পিতৃকুলাধ্যক্ষ ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 মিদিয়নীয়া স্ত্রীলোকটির সঙ্গে যে ইস্রায়েলীয় লোকটি হত হয়েছিল সে ছিল সালুর পুত্র সিম্রি। সে শিমিয়োনের পরিবারগোষ্ঠীর একটি পরিবারের নেতা ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 ইস্রায়েলীয় যে পুরুষ ঐ মিদিয়নীয়া স্ত্রীর সঙ্গে হত হয়েছিল, তার নাম সিম্রি, সে সালূর ছেলে; সে শিমিয়োনীয়দের একজন পূর্বপুরুষের নেতা ছিল। অধ্যায় দেখুন |
ইসরায়েলী গোষ্ঠীবর্গের প্রশাসকদের নামের তালিকা নাচে দেওয়া হল। গোষ্ঠী প্রশাসন রূবেণ জিখ্রির পুত্র ইলিয়েসর শিমিয়োন মাখার পুত্র সেফাতিয় লেবী কেমুয়েলের পুত্র হসরিয় হারোণ সাদোক যিহুদা রাজা দাউদের এক ভাই ইলিহু ইষাখর মিখায়েলের পুত্র ওম্রি সবুলুন ওবদিয়ের পুত্র ইশ্মিয় নপ্তালি অসরিয়েলের পুত্র জেরিমোৎ ইফ্রয়িম অসসিয়র পুত্র হোশেয় পশ্চিম মনঃশি পেদাদিয়র পুত্র যোয়েলপূর্ব মনঃশি সখরিয়র পুত্র ইদ্দো বিন্যামীন যাসিয়েলের পুত্র অবনের দান যিরোহামের পুত্র অসারেল