গণনা পুস্তক 24:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)3 ভাবাবেশে তিনি বলতে লাগলেনঃ বিয়োরতনয় বিলিয়মের বাণী এই, দৃষ্টি যার স্বচ্ছ সেই ব্যক্তি বলছে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো, বিয়োরের পুত্র বালাম বলছে, যার চোখ খোলা, সেই পুরুষ বলছে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 এবং সে তার প্রত্যাদেশ ব্যক্ত করল, “বিয়োরের ছেলে বিলিয়মের প্রত্যাদেশ, যার চোখ স্পষ্ট প্রত্যক্ষ করে, তার প্রত্যাদেশ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তখন সে আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, বিয়োরের পুত্র বিলিয়ম কহিতেছে, যাহার চক্ষু মুদ্রিত ছিল, সেই পুরুষ কহিতেছে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তখন বিলিয়ম এই ভাববানী বললেন: “বিয়োরের পুত্র বিলিয়মের কাছ থেকে এই বার্তা। আমি যা কিছু স্পষ্ট দেখলাম সে সম্পর্কে বলছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 সে তাঁর ভাববাণী গ্রহণ করে বলল, “বিয়োরের ছেলে বিলিয়ম বলছে, যার চোখ ভালোভাবে খোলা ছিল, সেই পুরুষ বলছে, অধ্যায় দেখুন |