Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 23:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 বিলিয়ম তখন ভাবাবেশে বলতে লাগলেনঃ পূর্বদিকের পার্বত্য অরাম অঞ্চল থেকে আমাকে আনিয়েছেন মোয়াবরাজ বালাক। বলছেন তিনি: আমার হয়ে যাকোবকে শাপ দাও, অভিসম্পাত কর ইসরায়েলকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো, বালাক অরাম দেশ থেকে আমাকে আনালেন, মোয়াবের বাদশাহ্‌ পূর্ব দিকের পর্বতমালা থেকে আনালেন; এসো, আমার জন্য ইয়াকুবকে অভিশাপ দাও, এসো, ইসরাইলকে বদদোয়া দাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 তখন বিলিয়ম তার প্রত্যাদেশ ব্যক্ত করল, “অরাম থেকে বালাক আমাকে আনলেন, মোয়াব রাজা, প্রাচ্যের পর্বতসমূহ থেকে আনলেন, সে বলল, ‘এসো, আমার অনুকূলে যাকোবকে অভিশাপ দাও, এসো, ইস্রায়েলের বিষয় অমঙ্গলের কথা বলো।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 তখন সে আপন মন্ত্র গ্রহণ করিয়া বলিল, বালাক অরাম হইতে আমাকে আনাইলেন, মোয়াব-রাজ পূর্ব্বদিকের পর্ব্বতমালা হইতে আনাইলেন; আইস, আমার নিমিত্ত যাকোবকে শাপ দেও, আইস, ইস্রায়েলের উপর কুপিত হও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তখন বিলিয়ম এই কথাগুলো বললেন: “মোয়াবের রাজা বালাক অরামের পূর্বদিকে পর্বত থেকে আমাকে এখানে নিয়ে এসেছেন। বালাক আমাকে বললেন, ‘আসুন, আমার জন্য যাকোবের বিরুদ্ধে বলুন। আসুন, ইস্রায়েলের লোকদের বিরুদ্ধে বলুন।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তখন বিলিয়ম তার ভাববাণী করে বলল, বালাক অরাম থেকে আমাকে আনালেন, “মোয়াবের রাজা পূর্বদিকের পর্বতমালা থেকে আনলেন, ‘এস, আমার জন্য যাকোবকে অভিশাপ দাও, এস, ইস্রায়েলকে উপর তুচ্ছ কর।’

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 23:7
31 ক্রস রেফারেন্স  

কেননা মিশর থেকে বেরিয়ে আসার পথে তারা তোমাদের খাদ্য ও জল দিয়ে সাহায্য করে নি এবং তোমাদের অভিশাপ দেওয়ার জন্য তারা অরাম-নহরায়িমের অন্তর্গত পিয়োর নিবাসী বিয়োরের পুত্র বিলিয়মকে ভাড়া করে এনেছিল।


ভাবাবেশে তিনি বলতে লাগলেনঃ বিয়োরতনয় বিলিয়মের বাণী এই, দৃষ্টি যার স্বচ্ছ সেই ব্যক্তি বলছে,


বিলিয়ম তখন ভাবাবেশে বলতে লাগলেনঃ হে বালাক, হে সিপ্পোর তনয়, মনোযোগ দিন, কান পেতে শুনুন কি বলি।


সেদিন লোকে তোমাদের নিয়ে ব্যঙ্গ করবে, বিদ্রূপ করে বিলাপ ও হাহাকারের সুরে বলবে: আমরা সর্বস্বান্ত হয়েছি, ঈশ্বর কেড়ে নিয়েছেন আমাদের দেশ, তিনি আমাদের জাতীয় উত্তরাধিকার হস্তান্তর করেছেন, তুলে দিয়েছেন সেই শত্রুর হাতে, যারা আমাদের নির্বাসনে নিয়ে গেছে বন্দী করে।


আমি রূপকের মাধ্যমে কথা বলব, ব্যাখ্যা করব পুরুষানুক্রমে লব্ধ নিগূঢ় জ্ঞান।


ইয়োব আরও বললেনঃ


তিনি ভাবাবেশে আবার বললেনঃ হায়, ঈশ্বর যখন এই সব ঘটনা ঘটাবেন, তখন কে রক্ষা পাবে?


এই বলে ভাবাবেশে তিনি বলতে লাগলেনঃ বিয়োর তনয় বিলিয়মের বাণী এই, দৃষ্টি যার স্বচ্ছ, এ তারই উক্তি-


ইহুদী নেতারা বুঝতে পেরেছিলেন যে যীশু তাঁদের উদ্দেশ্য করেই এই উপাখ্যানটি বললেন তাই তাঁরা যীশুকে গ্রেপ্তার করার সুযোগ খুঁজতে লাগলেন। কিন্তু জনসাধারণের ভয়ে নিরস্ত হয়ে তাঁরা যীশুর কাছ থেকে চলে গেলেন।


তিনি তাদের আর একটি উপমা দিলেন, স্বর্গরাজ্য খামিরের মত, একজন স্ত্রীলোক যা নিয়ে তিন মণ ময়দার মধ্যে রাখল, পরে সমস্তটাই গেঁজে উঠল।


অকারণে কেউ অভিশাপ দিলে তাতে তোমার কোন ক্ষতি হবে না শালিক ও চড়ুই পাখীর মত তা পাশ দিয়ে উড়ে যাবে কিন্তু গায়ে বসবে না।


এর পরে ইয়োব আরও বললেনঃ যিনি আমার সুবিচার করেন নি সেই জীবন্ত ঈশ্বরের দিব্য, যিনি আমার প্রাণ তিক্ত করে তুলেছেন সেই সর্বশক্তিমানের দিব্য,


এই “তিনজন” সেনাপতির মধ্যে দ্বিতীয় জন অহোহ্ গোষ্ঠীর ডোডোর পুত্র ইলিয়াসর। একসময় ফিলিস্তিনীরা যুদ্ধের জন্য জমায়েত হয়েছিল। সেই সময় দাউদ ও ইলিয়াসর তাদের বিদ্রূপ করে যুদ্ধ আহ্বান করলেন। ইসরায়েলীরা তখন পালিয়ে গেল।


যাতে নবী যিশাইয়ের এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়: উপমাচ্ছলেই আমি কথা বলব, সৃষ্টির প্রারম্ভ থেকে যা গুপ্ত রয়েছে তা ব্যক্ত করব।


কিন্তু বিজিত জাতি তাকে বিদ্রূপ করে বলবে: ধিক্‌ সে, যে পরের ধন ছিনিয়ে নিয়ে ধনী হয়, ঋণীকে শোষণ করে হয় সমৃদ্ধ। কিন্তু মনে রেখো, আর বেশিদিন নয়, তার সর্বনাশ অনিবার্য।


আমি প্রতিবাদ করে বললাম, হে সর্বাধিপতি প্রভু, এ কাজ আমাকে করতে বলবেন না। এমনিতেই লোকে বলে যে আমি সব সময় হেঁয়ালিতে কথা বলি।


হে মর্ত্যমানব, ইসরায়েলীদের এই রূপক কাহিনীটি বল।


সে ইসরায়েলীদের গালাগালি দিতে লাগল। তখন দাউদের ভাই শামমাহর পুত্র যোনাথন তাকে বধ করল।


দাউদ তাকে বললেন, তুমি তরবারি, বর্শা ও বল্লম নিয়ে আমার কাছে এসেছ, কিন্তু তুমি যাঁকে উপহাস করেছ, সেই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ইসরায়েলী সেনানীর আরাধ্য ঈশ্বরের নাম নিয়েই আমি তোমার সম্মুখে এসেছি।


আপনার এই দাস সিংহ ও ভালুক দুই-ই মেরেছে। এই বর্বর ফিলিস্তিনীটা ঐ দুইয়ের কোন একটার মতই হবে, কারণ এ জাগ্রত ঈশ্বরের সেনাবাহিনীকে উপহাস করছে।


সেই ফিলিস্তিনী লোকটি আরও বলত, আমি আজ ইসরায়েলী সৈন্যদের আহ্বান করছি তোমরা পাঠাও কাউকে, সে এসে লড়াই আমার সঙ্গে।


তারপর তিনি কেনীয়দের দিকে তাকিয়ে বললেনঃ সুরক্ষিত তোমার আবাস, শৈল শিখরে স্থাপিত তোমার নীড়


আমি আপনাকে প্রচুর পুরস্কার ও মহাসম্মানে ভূষিত করব, আপনি আমাকে যা করতে বলবেন তা-ই করব। আপনি দয়া করে এসে আমার পক্ষ হয়ে ইসরায়েলীদের অভিসম্পাত দিন।


মিশর থেকে একদল লোক এসে দেশ ছেয়ে ফেলেছে, আপনি এসে আমার পক্ষ হয়ে এদের অভিসম্পাত দিন, তাহলে হয়তো আমি যুদ্ধ করে এদের বিতাড়িত করতে পারব।


আর যাকোবও পিতামাতার নির্দেশ পালন করে পদ্দন-অরামে চলে গেলেন।


পদ্দন-অরামে তোমার মাতামহ বথুয়েলের বাড়িতে যাও। সেখানে গিয়ে তোমার মামা লাবণের কোন মেয়েকে বিবাহ কর।


শেম-এর সন্তান - এলাম, আশুর, আরফাকষাদ, লুদ ও অরাম।


বিলিয়ম বালাকের কাছে ফিরে গেলেন। বালাক মোয়াবের নেতৃবৃন্দের সঙ্গে তাঁর হোমবলির পাশে দাঁড়িয়ে ছিলেন।


বিপদে আমি কখনও হব না বিচলিত,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন