Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 22:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 ঈশ্বর বিলিয়মকে দর্শন দিয়ে বললেন, তোমার সঙ্গে এই লোকগুলি কারা?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 পরে আল্লাহ্‌ বালামের কাছে উপস্থিত হয়ে বললেন, তোমার সঙ্গে এই লোকেরা কারা?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 ঈশ্বর বিলিয়মের কাছে এসে প্রশ্ন করলেন, “তোমার সঙ্গী, এই সমস্ত ব্যক্তি কারা?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 পরে ঈশ্বর বিলিয়মের নিকটে উপস্থিত হইয়া কহিলেন, তোমার সঙ্গে এই লোকেরা কে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 ঈশ্বর বিলিয়মের কাছে এসে জিজ্ঞেস করলেন, “তোমার সঙ্গের এই সমস্ত লোকরা কারা?”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 ঈশ্বর বিলিয়মের কাছে উপস্থিত হয়ে বললেন, “তোমার সঙ্গে এই লোকেরা কে?”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 22:9
16 ক্রস রেফারেন্স  

কিন্তু রাত্রে ঈশ্বর স্বপ্নে অবিমেলককে দর্শন দিয়ে বললেন, ঐ নারীকে গ্রহণ করার জন্য তোমার মৃত্যদনণ্ড হবে, কারণ সে অন্য লোকের স্ত্রী।


রাত্রে ঈশ্বর বিলিয়মকে দর্শন দিয়ে বললেন, ওরা যদি তোমায় ডাকতে এসে থাকে তাহলে তুমি ওদের সঙ্গে যাও। কিন্তু আমি তোমাকে যা বলব তুমি শুধু তা-ই করবে।


এ কথা তিনি নিজে থেকে বলেন নি কিন্তু সেই বছরের প্রধান পুরোহিত হিসাবে ঐশী প্রেরণায় উচ্চারণ করেছিলেন এই ভবিষ্যদ্বাণী, যে যীশুকে মৃত্যুবরণ করতে হবে সমগ্র জাতির জন্য


কারণ অনেক নকল খ্রীষ্ট ও ভুয়ো নবীর আবির্ভাব ঘটবে। তারা এমন সব চমকপ্রদ নিদর্শন ও অলৌকিক কাণ্ড দেখাবে যার ফলে মনোনীতরাও প্রতারিত হতে পারে।


সেই দিনটি যখন আসবে তখন অনেকেই আমাকে বলবে ‘প্রভু, তোমার নাম নিয়ে আমরা তো অনেক ভাবোক্তি করেছি, তোমার নাম নিয়ে আমরা অপদেবতা তাড়িয়েছি এবং কত অলৌকিক কাজ সম্পন্ন করেছি।’


আপনি আরও দেখেছেন, কেউ স্থানচ্যূত না করা সত্ত্বেও কিভাবে পর্বতচূড়া থেকে একটি পাথর খসে পড়ে লোহা, পিতল, মাটির, রূপো ও সোনা দিয়ে গড়া মূর্তিটির উপর আছড়ে পড়ল। এর দ্বারা পরমেশ্বর আপনাকে দেখাচ্ছেন ভবিষ্যতে কি ঘটবে। মহারাজ, আপনি যে স্বপ্ন দেখছিলেন আমি অবিকল তার বর্ণনা দিয়েছি ও স্বপ্নের প্রকৃত অর্থও বুঝিয়ে দিয়েছি।


প্রভু পরমেশ্বর, তাঁকে বললেন, তোমার হাতে ওটা কি? মোশি বললেন, একটা লাঠি।


যোষেফ তখন ফারওকে বললেন, ফারাও-এর দুটি স্বপ্নের অর্থ একই। ঈশ্বর যা করতে চলেছেন, তা-ই তিনি ব্যক্ত করেছেন ফারাও-এর কাছে।


কিন্তু ঈশ্বর রাত্রে অরাম নিবাসী লাবণকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, সাবধান, যাকোবকে ভালমন্দ কোন কথাই বলবে না।


ওগো সারীর দাসী হাগার, তুমি কোথা থেকে আসছ, আর যাবেই বা কোথায়? সে বলল, আমি আমার কর্ত্রী সারীর কাছ থেকে পালিয়ে এসেছি।


পরে প্রভু পরমেশ্বর জিজ্ঞাসা করলেন, তোমার ভাই হেবল কোথায়? কয়িন বলল, আমি জানি না। আমি কি আমার ভাইয়ের রক্ষী?


বিলিয়ম তাঁদের বললেন, আজ রাতে তোমরা এখানেই থাক, প্রভু পরমেশ্বর আমাকে যে নির্দেশ দেবেন তা আমি তোমাদের জানিয়ে দেব। মোয়াবের নেতৃবৃন্দ বিলিয়মের কাছেই থাকলেন।


বিলিয়ম ঈশ্বরকে বললেন, সিপ্পোরের পুত্র মোয়াবের রাজা বালাক বলে পাঠিয়েছেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন