Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 22:36 - পবিএ বাইবেল CL Bible (BSI)

36 বিলিয়ম আসছেন শুনে বালাক তাঁর রাজ্যের সীমান্তে অর্ণোনের প্রান্তে অবস্থিত মোয়াবের এক জনপদে তাঁকে অর্ভ্যথনা করতে গেলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

36 বালাম এসেছে শুনে বালাক তার সঙ্গে সাক্ষাৎ করতে মোয়াবের নগরে গমন করলেন। সেই নগরটি দেশের সীমার প্রান্তস্থিত অর্ণোনের সীমায় অবস্থিত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

36 বালাক যখন বিলিয়মের আগমনের সংবাদ পেলেন, তিনি তার সঙ্গে মিলিত হতে তাঁর অঞ্চলের প্রান্তস্থিত অর্ণোনের সীমায় অবস্থিত মোয়াবীয় এক নগরে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 বিলিয়ম আসিয়াছে শুনিয়া বালাক তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে মোয়াবের নগরে গমন করিলেন। তাহা দেশসীমার প্রান্তস্থিত অর্ণোনের সীমায় অবস্থিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 বালাক শুনেছিলেন যে বিলিয়ম আসছেন। তাই অর্ণোন নদীর কাছে মোয়াবের শহরে তাঁর সঙ্গে দেখা করার জন্য বালাক চলে গেলেন। জায়গাটি ছিল তাঁর দেশের উত্তর সীমানায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

36 বিলিয়ম এসেছে শুনে বালাক তার সঙ্গে দেখা করতে মোয়াবের শহরে গেলেন। সেটা দেশের সীমানার শেষে অবস্থিত অর্ণোনের সীমানায় অবস্থিত।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 22:36
14 ক্রস রেফারেন্স  

সেখানকার খ্রীষ্টানরা আমাদের কথা শুনতে পেয়ে আপ্পিয়ের হাট ও তিনটে পান্থশালা পর্যন্ত এগিয়ে এসেছিলেন আমাদের সঙ্গে দেখা করতে। পৌল তাঁদের দেখে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন ও মনে সাহস পেলেন।


তারা বলবে, মোয়াবের ঘটেছে পতন, তার জন্যে কাঁদো, অবমাননায় লুণ্ঠিত সে। ঘোষণা কর অর্ণোন নদীর সারা অঞ্চলে–— ‘বিধ্বস্ত হয়েছে মোয়াব’।


তারা নীড়হারা পাখির মত অর্ণোন নদীতীরে বিপর্যস্তভাবে উড়ে বেড়াচ্ছে।


সুতরাং ইসরায়েলীরা কাদেশেই রয়ে গেল। তারা প্রান্তরের মধ্যে দিয়ে ইদোম ও মোয়াব দেশ ঘুরে মোয়াবের পূর্বপ্রান্তে উপস্থিত হল এবং আর্ণোনের অপর তীরে ছাউনি ফেলল। মোয়াব দেশের সীমানার মধ্যে তারা প্রেবশ করেনি, আর্ণোনই ছিল মোয়াবের সীমান্ত।


সেই সময়ে আমরা জর্ডনের পূর্বতীরে ইমোরীদের দুই রাজার অধীনস্থ আর্ণোন উপত্যকা থেকে হার্মোন পর্বত পর্যন্ত সমগ্র এলাকা অধিকার করে নিলাম।


তোমরা এখন যাত্রার জন্য তৈরী হও, এবং আর্ণোন নদী পার হও। দেখ, আমি হিষ্‌বোনের রাজা ইমোরী সিহোনকে তার রাজ্যসমেত তোমাদের হাতে সমর্পণ করলাম। তোমরা তার দেশ অধিকার করতে আরম্ভ কর এবং তাকে যুদ্ধে প্ররোচিত কর।


মোশি তাঁর সঙ্গে দেখা করার জন্য এগিয়ে গেলেন এবং তাঁকে প্রণাম করে চুম্বন করলেন। তাঁরা পরস্পরের কুশল জিজ্ঞাসা করলেন, তারপর শিবিরে এলেন।


যোষেফ রথে চড়ে গোশেনে তাঁর পিতা ইসরায়েলের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। পিতার সঙ্গে দেখা হলে তিনি তাঁর গলা জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন।


এক সময় তিনি চোখ তুলে তাকিয়ে দেখলেন, তিনজন পুরুষ সামনে দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের দেখামাত্র অব্রাহাম তাঁদের অভ্যর্থনা করার জন্য তাঁবুর দরজা ছেড়ে ছুটে গেলেন এবং মাটিতে প্রণিপাত করে বললেন,


অব্রাম কেদারলায়োমের ও তাঁর সহযোগী রাজাদের পরাস্ত করে ফিরে আসার পর সদোমের রাজা শাবী উপত্যকায় অর্থাৎ রাজ উপত্যকায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন।


পূর্ণাহুতি সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে শমুয়েল এসে পৌঁছালেন।


প্রভু পরমেশ্বরের দূত বিলিয়মকে বললেন, তুমি এদের সঙ্গে যেতে পার কিন্তু আমি তোমাকে যে কথা বলে দেব তুমি শুধু তা-ই বলবে। বিলিয়ম তখন বালাকের অমাত্যদের সঙ্গে চলে গেলেন।


বালাক বিলিয়মকে বললেন, আমি আপনাকে ডেকে আনার জন্য লোক পাঠালাম, কিন্তু আপনি এলেন না কেন? আমি কি আপনার যোগ্য মর্যাদা দিতে অক্ষম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন