Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 22:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 ঈশ্বর বিলিয়মকে বললেন, তুমি এদের সঙ্গে যাবে না কিংবা ইসরায়েলীদের অভিসম্পাতও দেবে না, কারণ তারা আশীর্বাদপ্রাপ্ত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 তাতে আল্লাহ্‌ বালামকে বললেন, তুমি তাদের সঙ্গে যেও না, সেই জাতিকে বদদোয়া দিও না, কেননা তারা দোয়াযুক্ত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 কিন্তু ঈশ্বর বিলিয়মকে বললেন, “তুমি তাদের সঙ্গে যাবে না। তুমি অবশ্যই ওই লোকদের অভিশাপ দেবে না, কারণ তারা আশীর্বাদপ্রাপ্ত।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 তাহাতে ঈশ্বর বিলিয়মকে কহিলেন, তুমি তাহাদের সঙ্গে যাইও না, সেই জাতিকে শাপ দিও না, কেননা তাহারা আশীর্ব্বাদযুক্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 কিন্তু ঈশ্বর বিলিয়মকে বললেন, “তুমি অবশ্যই এদের সঙ্গে যাবে না। ওসব লোকের বিরুদ্ধে তোমার কথা বলা উচিৎ‌ হবে না কারণ তারা আমার আশীর্বাদ প্রাপ্ত লোক।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 তাতে ঈশ্বর বিলিয়মকে বললেন, “তুমি তাদের সঙ্গে যেও না, সেই জাতিকে অভিশাপ দিও না, কারণ তারা আশীর্বাদযুক্ত।”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 22:12
27 ক্রস রেফারেন্স  

ধন্য ঈশ্বর, যিনি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা, যিনি খ্রীষ্টের মাধ্যমে স্বর্গলোকের যাবতীয় দিব্য আধ্যাত্মিক বর আমাদের দান করেছেন।


কিন্তু তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বিলিয়মের কথায় কর্ণপাত না করে বরং তার অভিশাপকে তোমাদের পক্ষে আশীর্বাদে পরিণত করেছিলেন, কারণ তিনি তোমাদের ভালবাসেন।


কারণ তিনি কখনও তাঁর আশীর্বাদ ও মনোনয়ন প্রত্যাহার করেন না।


আমি তোমাকে মহান এক জাতির জনক করব এবং তোমাকে আশীর্বাদ করে তোমার নাম গৌরবান্বিত করব।


হে ইসরায়েল! ধন্য তুমি, তোমার তুল্য কে? প্রভু পরমেশ্বরের দ্বারা উদ্ধারপ্রাপ্ত জাতি তুমি, তিনিই তোমার রক্ষক-ঢাল, বিজয়-খড়্গ, তোমার শত্রুরা করবে বশ্যতা স্বীকার। যখন তারা আসবে অনুগ্রহ ভিক্ষা করতে তখন তুমি তাদের করবে পদদলিত।


পীলাত যখন বিচারের আসনে উপবেশন করলেন সেই সময়ে তাঁর স্ত্রী তাঁকে বলে পাঠালেন, ঐ ধার্মিক ব্যক্তির বিরুদ্ধে তুমি সব কিছু করো না, কারণ ওঁর সম্বন্ধে আমি আজ খুব দুঃস্বপ্ন দেখেছি।


হে আমার প্রজাবৃন্দ, স্মরণ কর তোমরা মোয়াবের রাজা বালাক কি চক্রান্ত করেছিল, বিয়োর-তনয় বালাম তাকেকি উত্তর দিয়েছিল, শিটিম থেকে গিলগল্‌ পর্যন্ত কি সবঘটনা ঘটেছিল, তাহলে তোমরা জানতে পারবে প্রভুর পরিত্রাণের ইতিহাস।


ধন্য সেই জন, যাকোবের ঈশ্বর যার সহায়, প্রভু পরমেশ্বরের উপরেই যার ভরসা।


ধন্য সেই জাতি, এমনি আশীর্বাদে সমৃদ্ধ যাদের জীবন, ধন্য সেই জাতি, প্রভু পরমেশ্বরই যাদের আরাধ্য ঈশ্বর।


যাকোবের বিপক্ষে কার্যকারী নয় কোন তন্ত্রমন্ত্র, ইসরায়েলের প্রতিকূলে নিষ্ফল সকল মায়াবীমন্ত্র। এখন থেকে যাকোব ও ইসরায়েল সম্পর্কে উল্লেখ করে লোকে বলবে, ঈশ্বরের কি অপূর্ব কীর্তি।


বিলিয়ম বালাককে বললেন, আপনি আপনার হোমবলির কাছে দাঁড়িয়ে থাকুন, আমি যাই, প্রভু পরমেশ্বর হয়তো আমাকে দর্শন দেবেন, তিনি আমার কাছে যা প্রকাশ করবেন আমি আপনাকে তা পরে জানাব। এই বলে তিনি টিলার চূড়ায় উঠে গেলেন।


আপনি দয়া করে এসে আমার হয়ে এদের অভিশাপ দিন, কারণ এরা আমার চেয়ে শক্তিশালী। তাহলে আমি হয়তো এদের পরাস্ত করে এ দেশ থেকে তাড়িয়ে দিতে পারব। আমি জানি, আপনি যাকে আশীর্বাদ করেন তার মঙ্গল হয়, আর যাকে অভিসম্পাত দেন সে হয় অভিশপ্ত।


মিশর থেকে একদল লোক এসে দেশ ছেয়ে ফেলেছে, আপনি এসে আমার পক্ষ হয়ে এদের অভিসম্পাত দিন, তাহলে হয়তো আমি যুদ্ধ করে এদের বিতাড়িত করতে পারব।


বিলিয়ম সকালে উঠে বালাকের অমাত্যবর্গকে বললেন, তোমরা দেশে ফিরে যও। প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে আমাকে যেতে নিষেধ করেছেন।


কিন্তু ঈশ্বর যাকে শাপ দেন নি আমি তাকে কি করে অভিসম্পাত দেব? প্রভু পরমেশ্বর যার সম্বন্ধে কোন অভিযোগ আনেন নি, আমি তাকে কি করে অভিযুক্ত করব?


সিংহের মত সে ওত পেতে শোয়, সিংহীর মত সে, কে তাকে জাগাবে? যে তোমাকে আশীর্বাদ করে সে-ও লাভ করুক আশীর্বাদ, যে তোমাকে শাপ দেয় সে হোক অভিশপ্ত।


কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সমস্ত কর্মে আশীর্বাদ দান করেছেন, সুবিশাল এই প্রান্তরের মধ্য দিয়ে যাত্রাকালে তোমাদের তত্ত্বাধান করেছেন, এই চল্লিশ বছর কাল তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে আছেন এবং তোমাদের কোন কিছুরই অভাব ঘটে নি।


সকল জাতির চেয়ে তোমরাই লাভ করবে বেশী আশীর্বাদ। তোমাদের কোন পুরুষ বা নারী কিম্বা তোমাদের পশুপালের কোন পশুই বন্ধ্যা হবে না।


তোমরা যখন ঘরের বাইরে যাবে ও ফিরে আসবে, তখনও তোমাদের উপরে থাকবে তাঁর আশীর্বাদ।


তখন সাদোকের একজন বংশধর, প্রধান পুরোহিত অসরিয় তাঁকে বললেন, যেদিন থেকে প্রজারা মন্দিরে তাদের উপহার আনতে আরম্ভ করেছে, সেদিন থেকে যথেষ্ট আহার্যের ব্যবস্থা হয়েছে, উদ্বৃত্তও হয়েছে প্রচুর। প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের আশীর্বাদ করেছেন বলে আমরা এত দ্রব্যসম্ভার পেয়েছি।


বংশপরম্পরায় তারা হবে খ্যাতিমান জাতিবৃন্দের মাঝে, তাদের দেখলেই লোকে বুঝবে যে, এরা সেই জাতি, যারা আমার আশিসধন্য।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন