Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 21:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 ইসরায়েলীরা হোর পর্বথ ছেড়ে ইদোম দেশের পাশ দিয়ে লোহিত সাগরের দিকে যাত্রা করল। কিন্তু পথে যেতে যেতে তাদের মন আবার বিক্ষুব্ধ হয়ে উঠল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 পরে তারা হোর পর্বত থেকে প্রস্থান করে ইদোম দেশ প্রদক্ষিণের জন্য লোহিত সাগরের দিকে যাত্রা করলো; পথের মধ্যে লোকেরা আবার বিক্ষুব্ধ হয়ে উঠলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তারা হোর পর্বত থেকে যাত্রা শুরু করল, ইদোম প্রদক্ষিণ করার উদ্দেশে লোহিত সাগর অভিমুখে গমন করল। কিন্তু জনতা পথের মধ্যে অসহিষ্ণু হয়ে উঠল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 পরে তাহারা হোর পর্ব্বত হইতে প্রস্থান করিয়া ইদোম দেশ প্রদক্ষিণ জন্য সূফসাগরের দিকে যাত্রা করিল; আর পথের মধ্যে লোকদের প্রাণ বিরক্ত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 ইস্রায়েলের লোকরা হোর পর্বত ত্যাগ করে সূফ সাগরে যাওয়ার পথ ধরে এগোলো। ইদোমের চারদিকে ঘোরার জন্য তারা এটা করল। কিন্তু লোকরা অধৈর্য্য হল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তারা হোর পর্বত থেকে চলে গিয়ে ইদোম দেশ পাশ দিয়ে ঘোরার জন্য লাল সাগরের দিকে যাত্রা করল। পথের মধ্যে লোকেদের প্রাণ বিরক্ত হয়ে গেল।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 21:4
14 ক্রস রেফারেন্স  

মোশি এ সমস্ত কথা ইসরায়েলীদের কাছে বললেন, কিন্তু দাসত্বের নিপীড়নে অধৈর্য হয়ে ইসরায়েলীরা মোশির কথায় কর্ণপাত করল না।


সুতরাং ইসরায়েলীরা কাদেশেই রয়ে গেল। তারা প্রান্তরের মধ্যে দিয়ে ইদোম ও মোয়াব দেশ ঘুরে মোয়াবের পূর্বপ্রান্তে উপস্থিত হল এবং আর্ণোনের অপর তীরে ছাউনি ফেলল। মোয়াব দেশের সীমানার মধ্যে তারা প্রেবশ করেনি, আর্ণোনই ছিল মোয়াবের সীমান্ত।


তাছাড়া প্রভু পরমেশ্বর যে দেশ দিয়েছেন, সেখানে পার হয়ে যেতে ইসরায়েলীদের তোমরা এভাবে নিরূৎসাহই বা করছ কেন?


সেই সমস্ত জায়গার নবদীক্ষিত খ্রীষ্টবিশ্বাসীদের মনে তাঁরা সাহস সঞ্চার করলেন এবং একনিষ্ঠভাবে তাদের বিশ্বাসে অটল থাকতে উৎসাহ দিলেন। তাদের বললেন, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হলে আমাদের বহু দুঃখ, যন্ত্রণা, নির্যাতন পার হয়ে যেতে হবে।


ইসরায়েলীরা হোর পর্বত ছেড়ে সালমোনাহতে এসে ছাউনি ফেলল।


তারা ইস্কোল উপত্যকা পর্যন্ত গিয়ে সেই দেশ পর্যবেক্ষণ করেছিল এবং প্রভু পরমেশ্বর যে দেশ দিয়েছেন, সেই দেশে যেতে ইসরায়েলীদের নিরূৎসাহ করেছিল।


অতএব তোমরা লোহিত সাগরের পথ ধরে প্রান্তরে ফিরে যাও।


মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশমত কাজ করলেন। সমগ্র জনমণ্ডলীর সাক্ষাতে তাঁরা হোর পর্বথে উঠে গেলেন।


অমালেকী ও কনানী জাতির লোকেরা যেহেতু এই উপত্যকায় রয়েছে সেই হেতু আগামী কাল তোমরা লোহিত সাগরের পথ ধরে আকাবা মরু প্রান্তরের দিকে ফিরে যাও।


প্রভু পরমেশ্বর আমাকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই অনুসারে আমরা লোহিত সাগরের পথে মরু প্রান্তরে ফিরে যাওয়ার জন্য যাত্রা করলাম এবং বহু দিন ধরে সেয়ীরের পার্বত্য অঞ্চল প্রদক্ষিণ করলাম।


বলুন, আমরা কোন পথে আক্রমণ করব? যোরাম বলে পাঠালেন, ইদোমের প্রান্তর দিযে চলবে আমাদের অভিযান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন