গণনা পুস্তক 21:27 - পবিএ বাইবেল CL Bible (BSI)27 এই জন্যই চারণ কবিরা গান গায়: “তোমরা হিষ্বোণে এস, সিহোনের রাজধানী হোক সুদৃঢ়, পুর্নগঠিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 এজন্য কবিরা বলেন, তোমরা হিষ্বোনে এসো, সীহোনের নগর নির্মিত ও সুদৃঢ় হোক; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 সেইজন্য কবিরা বলেছেন, “হিষ্বোনে এসো, তা পুনর্নির্মিত হোক, সীহোনের নগর পুনরুদ্ধার হোক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 এই জন্য কবিগণ কহেন, তোমরা হিষ্বোনে আইস, সীহোনের নগর নির্ম্মিত ও দৃঢ়ীকৃত হউক; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 এই কারণেই গায়করা গেয়ে থাকেন: “হিষ্বোনে যাও এবং হিষ্বোন শহরকে আবার তৈরী কর! সীহোনের শহরটিকে শক্ত কর! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 এই জন্য কবিরা বলেন, “তোমরা হিষ্বোনে এস, সীহোনের শহর তৈরী ও সুরক্ষিত হোক; অধ্যায় দেখুন |