Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 21:27 - পবিএ বাইবেল CL Bible (BSI)

27 এই জন্যই চারণ কবিরা গান গায়: “তোমরা হিষ্‌বোণে এস, সিহোনের রাজধানী হোক সুদৃঢ়, পুর্নগঠিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 এজন্য কবিরা বলেন, তোমরা হিষ্‌বোনে এসো, সীহোনের নগর নির্মিত ও সুদৃঢ় হোক;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 সেইজন্য কবিরা বলেছেন, “হিষ্‌বোনে এসো, তা পুনর্নির্মিত হোক, সীহোনের নগর পুনরুদ্ধার হোক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 এই জন্য কবিগণ কহেন, তোমরা হিষ্‌বোনে আইস, সীহোনের নগর নির্ম্মিত ও দৃঢ়ীকৃত হউক;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 এই কারণেই গায়করা গেয়ে থাকেন: “হিষ্বোনে যাও এবং হিষ্বোন শহরকে আবার তৈরী কর! সীহোনের শহরটিকে শক্ত কর!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 এই জন্য কবিরা বলেন, “তোমরা হিষ্‌বোনে এস, সীহোনের শহর তৈরী ও সুরক্ষিত হোক;

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 21:27
6 ক্রস রেফারেন্স  

কিন্তু বিজিত জাতি তাকে বিদ্রূপ করে বলবে: ধিক্‌ সে, যে পরের ধন ছিনিয়ে নিয়ে ধনী হয়, ঋণীকে শোষণ করে হয় সমৃদ্ধ। কিন্তু মনে রেখো, আর বেশিদিন নয়, তার সর্বনাশ অনিবার্য।


তখন তারা ব্যাবিলনরাজের উদ্দেশে উপহাস করে বলবে: নৃশংস রাজার পতন হয়েছে! সে আর কোনদিন কাউকে নিপীড়ন করবে না!


প্রভু পরমেশ্বরের যুদ্ধবিগ্রহের বিবরণ যে গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে তাতে এই সীমানা সম্বন্ধে বলা হয়েছে: “শুফা অঞ্চলের বাহেব, আর্ণোনের গিরিখাত


হিষ্‌বোণ ছিল ইমোরীদের রাজা সিহোনের রাজধানী। তিনি মোয়াবের প্রাক্তন রাজার বিরুদ্ধে যুদ্ধ করে অর্ণোন পর্যন্ত তাঁর এলাকা দখল করে নিয়েছিলেন।


কেননা হিষ্‌বোণে প্রজ্বলিত অগ্নি, সিহোনের রাজ ধানী থেকে নির্গত বহ্নিশিখা গ্রাস করল মোয়াবের অর্ নগরী, নিশ্চিহ্ন করল অর্ণোনের মালভূমির অধিপতিদের।


প্রাচীর পুনর্নির্নিত হবার পরে এবং তার দ্বারগুলি যথাস্থানে স্থাপন করা হলে আমি দ্বাররক্ষক, গায়ক এবং লেবীয়দের নিযুক্ত করলাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন