Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 21:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 সেখান থেকে তারা বের (কূপ) নামক স্থানে গেল। এখানে ছিল সেই কূপ, যার সম্পর্কে প্রভু পরমেশ্বর মোশিকে বলেছিলেন, তুমি লোকদের একত্র কর, আমি তাদের জল পান করাব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 সেখান থেকে তারা বের (কূপ) নামক স্থানে আসলো। এটি সেই কূপ, যার বিষয়ে মাবুদ মূসাকে বললেন, তুমি লোকদেরকে একত্র কর, আমি তাদেরকে পানি দেব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 সেই স্থান থেকে তারা ক্রমাগত অগ্রসর হয়ে বীর-এ গেল। সেই কুয়োর কাছে সদাপ্রভু মোশিকে বললেন, “লোকদের একত্র করো। আমি তাদের জল দেব।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 তথা হইতে তাহারা বের [কূপ] নামক স্থানে আসিল। এ সেই কূপ, যাহার বিষয়ে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি লোকদিগকে একত্র কর, আমি তাহাদিগকে জল দিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 ইস্রায়েলের লোকরা সেই জায়গা ছেড়ে বেরের দিকে যাত্রা করল। এই জায়গাটিতে কুয়ো ছিল। এটিই সেই জায়গা যেখানে প্রভু মোশিকে বললেন, “সমস্ত লোকদের একত্রে এখানে নিয়ে এসো, আমি তাদের জল দেবো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 সেখান থেকে তারা বের [কূপ] নামক স্থানে আসল। এ সেই কুয়ো, যার বিষয়ে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি লোকদেরকে জড়ো কর, আমি তাদেরকে জল দেব।”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 21:16
16 ক্রস রেফারেন্স  

তুমি তোমার যষ্ঠি নাও এবং তোমার ভাই হারোণকে নিয়ে জনমণ্ডলীকে একত্র করে তাদের সকলের সামনে ঐ পাহাড়কে জন দান করতে বল। এইভাবে পাহাড় থেকে জল বার করে তুমি জনমণ্ডলী ও তাদের পশুপালকে জল পান করাতে পারবে।


পরিত্রাণের সেই উৎস থেকে আনন্দে করবে পান আমার তৃষিত হৃদয়।


পবিত্র আত্মা ও বধু বলছেন, ‘স্বাগতম্‌’। যে একথা শোনে সেও বলুক, ‘স্বাগতম্‌’। যে তৃষ্ণার্ত সে আসুক, যে ইচ্ছুক বিনামূল্যে সে পান করুক জীবনবারি।


এর পরে তিনি আমাকে জীবনজলের নদী দেখালেন। নদীর জল স্ফটিকের মত উজ্জ্বল এবং ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে উৎসারিত।


এর পরে তিনি বললেন, “সুসম্পন্ন হল। আমিই আল্‌ফা এবং ওমেগা, আদি ও অন্ত। যে তৃষ্ণার্ত তাকে আমি জীবন জলের উৎস থেকে বিনামূল্যে পান করতে দেব।


আমার মনোনীত প্রজাবৃন্দের তৃষ্ণা মিটাতে আমি যখন প্রবাহিত করব নদী-নির্ঝর সেই ঊষর মরুর বুকে, তখন বন্য জন্তুর সম্মান দেবে আমায়, উটপাখী আর শৃগালেরা হবে মুখর আমার স্তবগানে!


এই কথা বলে যোথাম তার ভাই অবিমেলেকের ভয়ে সেখান থেকে পালাল এবং বের-এ গিয়ে বাস করতে লাগল।


হোরেবের শিলাখণ্ডের উপর আমি তোমাকে দর্শন দেব। সেই শিলাখণ্ডে তুমি আঘাত করবে। তখন ঐ শিলা থেকে জলধারা বেরিয়ে আসবে। ইসরায়েলীরা সেই জল পান করবে। মোশি ইসরায়েলী নেতাদের সামনে সেইমত কাজ করলেন।


কিন্তু আমি যে জল দেব তা যে পান করবে সে আর কখন তৃষ্ণার্ত হবে না। আমার দেওয়া জলে তার অন্তর থেকে উৎসারিত হবে অনন্ত জীবনের ধারা।


যীশু তাকে উত্তর দিলেন, যদি তুমি জানতে ঈশ্বরের দানের কথা এবং যদি জানতে কে তোমায় বলছেন ‘আমাকে জল দাও’, তাহলে তুমিই তাঁর কাছে জল চাইতে এবং তিনি তোমাকে জীবনবারি দান করতেন।


কখনও তারা ক্ষুধিত হবে না, হবে না কখনও তৃষিত। রৌদ্রের খরতাপ আর তপ্ত মরুবালি দগ্ধ করবে না তাদের, কারণ তাদের পরিচালনা করে নিয়ে যাবেন এমন একজন, যিনি ভালবাসেন তাদের, জলের উৎসমুখে তিনি নিয়ে যাবেন তাদের।


ঈশ্বর তার দৃষ্টি উন্মুক্ত করে দিলেন, আর সে একটি জলের কূপ দেখতে পেল। তখন সে কূপের কাছে গিয়ে তার পাত্রে জল ভরে এনে বালকটিকে পান করাল।


দিবোন-গাদ ছেড়ে তারা গেল আলমোন-দিবলাথয়িম-এ।


মোয়াবের শেষ সীমা পর্যন্ত শোনা যাচ্ছে আকুল ক্রন্দনধ্বনি। ইগ্লয়িম শহর ও বের-এলিম শহরে পর্যন্ত শোনা যাচ্ছে কান্নার আওয়াজ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন