Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 21:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 প্রভু পরমেশ্বরের যুদ্ধবিগ্রহের বিবরণ যে গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে তাতে এই সীমানা সম্বন্ধে বলা হয়েছে: “শুফা অঞ্চলের বাহেব, আর্ণোনের গিরিখাত

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 এজন্য মাবুদের যুদ্ধ-বিবরণী কিতাবে উক্ত আছে, শূফাতে বাহেব, আর অর্ণোনের সমস্ত উপত্যকা,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 এই কারণে সদাপ্রভুর যুদ্ধ সংক্রান্ত পুস্তকে লিপিবদ্ধ আছে, “শূফাতে অবস্থিত বাহেব ও উপত্যকা সকল, অর্ণোন

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 এই জন্য সদাপ্রভুর যুদ্ধপুস্তকে উক্ত আছে, শূফাতে বাহেব, আর অর্ণোনের উপত্যকা সকল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 এই কারণে এই কথাগুলো লেখা হয়েছে প্রভুর যুদ্ধ সংক্রান্ত পুস্তকে: “এবং শূফাতে বাহেব, আর অর্ণোনের উপত্যকাগুলি

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 এই জন্য সদাপ্রভুর যুদ্ধের বইয়ে বলা আছে, শূফাতে বাহেব, আর অর্ণোনের উপত্যকাগুলি

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 21:14
8 ক্রস রেফারেন্স  

যিহুদীয়ার সমস্ত লোককে শিখাবার আদেশ দিলেন। গাথাটি যাশারের গ্রন্থে লেখা আছে।


সূর্য স্থির হল, চন্দ্রেরও গতি হল স্তব্ধ যতক্ষণ না সেই জাতি তার শত্রুদের উপর গ্রহণ করল প্রতিশোধ।” যাশের গ্রন্থে লেখা আছে এই কাহিনী। মধ্যগগনে সূর্য স্থির হয়ে রইল, সূর্যাস্ত হতে প্রায় পুরো এক দিন দেরী হল।


তিনি তখন মোশি থেকে আরম্ভ করে সমস্ত নবী তাঁর বিষয় যে কথা বলে গেছেন এবং সমস্ত শাস্ত্রে তাঁর সম্বন্ধে যে সব কথা আছে, সমস্ত ব্যাখ্যা করে তাঁদের বুঝিয়ে দিলেন।


আবার সেখান থেকে অর্ণোনের অপর পারে ইমোরীদের দেশের কাছাকাছি একটি প্রান্তরে এসে শিবির স্থাপন করল। মোয়াব ও ইমোরীদের অঞ্চলের মাঝখানে অবস্থিত অর্ণোন পর্যন্ত মোয়াবের সীমানা।


ও তার পার্শ্ববর্তী অঞ্চল আর্ নামক জনপদ পর্যন্ত বিস্তৃত এবং মোয়াবের সীমান্তে অবস্থিত।”


তোমরা এখন যাত্রার জন্য তৈরী হও, এবং আর্ণোন নদী পার হও। দেখ, আমি হিষ্‌বোনের রাজা ইমোরী সিহোনকে তার রাজ্যসমেত তোমাদের হাতে সমর্পণ করলাম। তোমরা তার দেশ অধিকার করতে আরম্ভ কর এবং তাকে যুদ্ধে প্ররোচিত কর।


শৌল তখন দাউদকে বললেন, দেখ মেরব আমার বড় মেয়ে, আমি তার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই। কিন্তু তার একটা শর্ত আছে-তোমাকে আমার অনুগত, নির্ভীক যোদ্ধারূপে প্রভু পরমেশ্বরের পক্ষে যুদ্ধ করতে হবে। শৌল মনে মনে বললেন, আমি ওর বিরুদ্ধে কিছু করব না, ফিলিস্তিনীদের হাতেই ওর নিপাত হোক।


তারা নীড়হারা পাখির মত অর্ণোন নদীতীরে বিপর্যস্তভাবে উড়ে বেড়াচ্ছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন