Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 20:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে বললেন, তোমরা আমাকে বিশ্বাস করলে না ইসরায়েলীদের সাক্ষাতে আমার পবিত্রতার মর্যাদা রক্ষা করলে না, এইজন্য আমি তাদের যে দেশ দিয়েছি, সেই দেশে তোমরা এই জনমণ্ডলীকে নিয়ে যেতে পারবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 পরে মাবুদ মূসা ও হারুনকে বললেন, তোমরা বনি-ইসরাইলদের সাক্ষাতে আমাকে পবিত্র বলে মান্য করলে না ও আমার কথায় বিশ্বাস করলে না, এজন্য আমি তাদেরকে যে দেশ দিয়েছি, সেই দেশে তোমরা এই লোকদেরকে প্রবেশ করাতে পারবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 সদাপ্রভু কিন্তু মোশি ও হারোণকে বললেন, “যেহেতু তোমরা, ইস্রায়েলীদের দৃষ্টিতে পবিত্র বলে আমাকে সম্মান দিয়ে, আমার উপর পর্যাপ্ত বিশ্বাস রাখলে না, তাই যে দেশ আমি তাদের দান করব, তোমরা এই মণ্ডলীকে সেই দেশে নিয়ে যাবে না।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 পরে সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, তোমরা ইস্রায়েল-সন্তানগণের সাক্ষাতে আমাকে পবিত্র বলিয়া মান্য করিতে আমার বাক্যে বিশ্বাস করিলে না, এই জন্য আমি তাহাদিগকে যে দেশ দিয়াছি, সেই দেশে তোমরা এই মণ্ডলীকে প্রবেশ করাইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 কিন্তু প্রভু মোশি ও হারোণকে বললেন, “ইস্রায়েলের সব লোকের সাক্ষাতে তুমি আমার প্রতি সম্মান দেখাও নি। তুমি ইস্রায়েলের লোকদের দেখাও নি যে জল বার করার ক্ষমতা আমার থেকেই এসেছে। তুমি লোকদের দেখাও নি যে তুমি আমার প্রতি বিশ্বাস রেখেছো। আমি ঐসব লোকদের সেই দেশটি দেব যে দেশটি আমি তাদের দেব বলে শপথ করেছিলাম, কিন্তু তুমি তাদের সেই দেশে নিয়ে যেতে নেতৃত্ব দেবে না।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 তখন সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “তোমরা ইস্রায়েল সন্তানদের সাক্ষাৎে আমাকে পবিত্র বলে মান্য করতে আমার কথায় বিশ্বাস করলে না, তাই আমি তাদেরকে যে দেশ দিয়েছি, সেই দেশে তোমরা এই মণ্ডলীকে প্রবেশ করাবে না।”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 20:12
26 ক্রস রেফারেন্স  

আর তোমাদের জন্য প্রভু পরমেশ্বর আমার উপরেও ক্রুদ্ধ হলেন। আমাকে তিনি বললেন,


যে নামের মর্যাদা জাতিবৃন্দের কাছে তোমরা নষ্ট করেছ—সেই মহান নামের পবিত্রতার পরিচয় যখন আমি তাদের কাছে দেব, তখনই তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর। আমি সর্বাধিপতি প্রভু বলছি, আমি পরম পবিত্র, একথা প্রকাশ করার কাজে তোমাদেরই ব্যবহার করব।


কেননা সীন প্রান্তরে জনমণ্ডলী যখন জলের জন্য বিবাদ করছিল তখন তোমরা আমার নির্দেশ অমান্য করে তাদের সাক্ষাতে আমার পবিত্রতার মর্যাদা হানি করেছিলে। সীন প্রান্তরে কাদেশ অঞ্চলের মরীবায় এই জলসংক্রান্ত ঘটনা ঘটেছিল।


হারোণ এবার তার পরলোকগত স্বজনদের সঙ্গে মিলিত হবে। ইসরায়েলীদের যে দেশ আমি দিয়েছি, সেই দেশে সে যেতে পারবে না, কারণ মরিবা জলস্রোতের কাছে তোমরা আমার নির্দেশ অমান্য করেছিলে।


ঈশ্বরের প্রতিশ্রুতিতে তিনি অবিশ্বাসী বা সন্দিহান হলেন না বরং দৃঢ়প্রত্যয়ে তিনি ঈশ্বরকে সম্মানিত করলেন।


ধন্য তুমি, কারণ তুমি বিশ্বাস করেছিলে যে প্রভুর বাক্য তোমার জীবনে সুনিশ্চিতভাবে সফল হবে।


কিন্তু এই কথা যে উপযুক্ত সময়ে নিশ্চিতভাবে সফল হবেই, তা তচুমি বিশ্বাস করলে না। তাই এই ঘটনা না ঘটা পর্যন্ত তুমি বোবা হয়ে থাকবে।


তিনি তাঁদের বললেন, এর কারণ হল তোমাদের বিশ্বাস দুর্বল। আমি সত্যিই বলছি, তোমাদের যদি একটি সরষে-পরিমাণ বিশ্বাস থাকে, আর তোমরা যদি পর্বতকে বল, ‘এখান থেকে সরে ওখানে যাও-তবে তা সরে যাবে। তোমাদের অসাধ্য কিছুই থাকবে না।’


মনে রেখ, আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমি পবিত্র, একমাত্র আমাকেই তুমি ভয় ও ভক্তি করবে।


তোমাদের হৃদয়ে ভক্তির আসনে খ্রীষ্টকেই প্রভু বলে প্রতিষ্ঠা কর। যদি কেউ তোমাদের অন্তরের প্রত্যাশা সম্পর্কে জানতে চায় তবে তাকে যথাযোগ্য উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থেক। শ্রদ্ধাভক্তি সহকারে সবিনয়ে তোমাদের বক্তব্য পেশ করবে।


মোশির মাধ্যমে প্রদত্ত হয়েছিল শাস্ত্রীয় বিধান কিন্তু যীশু খ্রীষ্টের মাধ্যমে বিতরিত হল অনুগ্রহ ও সত্য।


যীশু বললেন, অবিশ্বাসী ও স্বেচ্ছাচারী বংশ। আর কত কাল আমি তোমাদের মধ্যে থাকব? কতকাল আমি তোমাদের সহ্য করব?


গোগকে সর্বাধিপতি প্রভু বলেছেনঃ সেই নিরূপিত সময় যখন আসবে, তখন তুমি কুমতলব আঁটতে শুরু করবে।


নানা দেশে ছড়িয়ে আছে যে তোমরা, সেইসব দেশ থেকে তোমাদের একত্র করে দেশে ফিরিয়ে আনব। সেদিন তোমাদের নিবেদিত হোমবলি আমি সাদরে গ্রহণ করব। আমিই হব তোমাদের একমাত্র আরাধ্য ঈশ্বর, জাতিবৃন্দ তা দেখবে।


ইসরায়েলের রাজধানী শমরিয়া। এই শমরিয়াতেই রমলিয়ের পুত্র ইসরায়েলরাজ পেকহ রাজত্ব করে। তার শক্তি আর কতখানি! ঈশ্বরের উপরে তোমাদের আস্থা যদি সুদৃঢ় না হয়, তাহলে তোমরা কোনক্রমে সুদৃঢ় প্রতিষ্ঠা লাভ করতে পারবে না।


পরের দিন ভোরবেলায় লোকেরা তেকোযার কাছে বনভূমিতে চলে গেল। যাত্রার প্রাক্কালে রাজা যিহোশাফট তাদের উদ্দেশে এই কথাগুলি বললেনঃ যিহুদীয়া ও জেরুশালেমের প্রজাবৃন্দ! তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপর ভরসা রাখ, তাহলে তোমরা অটল ও অবিচল থাকবে। তাঁর ভক্ত নবীদের কথা বিশ্বাস করেব, তাহলে তোমরা সফল হবে।


আমার দাস মোশি পরলোকগত, এখন তুমি উদ্যোগী হয়ে ইসরায়েলীয়দের নিয়ে জর্ডন পার হও এবং এদের যে দেশ আমি দেব সেই দেশে নিয়ে যাও।


প্রভু পরমেশ্বর তাঁকে বললেন, অব্রাহম, ইস্‌হাক ও যাকোবের কাছে শপথ করে তাদের বংশধরদের যে দেশ দেওয়ার শপথ আমি করেছিলাম, এই সেই দেশ। সেই দেশ আমি তোমাকে দেখতে দিলাম মাত্র কিন্তু সেখানে তুমি প্রবেশের অধিকার পাবে না।


মোশি তখন বললেন, প্রভু বলেছেন, আমার সান্নিধ্যে যারা আসবে, আমার পবিত্রতা ও প্রতাপকে তাদের অবশ্যই সম্ভ্রম করতে হবে। আমার মহিমা অবশ্যই সর্বসমক্ষে স্বীকৃত হবে। এ কথা শুনে হারোণ স্তব্ধ হয়ে গেলেন।


এই-ই যদি তোমার উদ্দেশ্য হয় তবে আমাকে এখনই মেরে ফেল। আমার প্রতি যদি তোমার কৃপাদৃষ্টি থাকে তাহলে এমন কর যেন আমাকে এই দুর্ভোগ আর পোহাতে না হয়।


কিন্তু প্রভু পরমেশ্বর তোমাদের কারণে আমার উপর ক্রুদ্ধ হয়ে এই শপথ করেছেন যে তিনি আমাকে জর্ডন পার হতে দেবেন না এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের অধিকারের জন্য যে দেশ দিচ্ছেন সেই উত্তম দেশে আমাকে প্রবেশ করতে দেবেন না।


হে প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর, তুমি সাড়া দিতে তাঁদের ডাকে। তাঁদের কাছে তুমি ছিলে ক্ষমাশীল ঈশ্বর, তবুও তাঁদের দুষ্কর্মের প্রতিফল দিয়েছিলে।


মরিবার জলকুণ্ডের কাছেও তারা প্রজ্বলিত করেছিল তাঁর ক্রোধ তাদের জন্য হয়েছিল মোশির অনিষ্ট।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন