Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 2:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)

34 ইসরায়েলীরা মোশির মাধ্যমে প্রদত্ত প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী চলত। নিজ নিজ গোষ্ঠী ও পরিবার অনুযায়ী তারা নিজেদের পতাকাতলে ছাউনি ফেলত এবং সেইভাবেই আবার যাত্রা করত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 বনি-ইসরাইল মূসার কাছে দেওয়া মাবুদের সমস্ত হুকুম অনুসারে কাজ করতো, নিজ নিজ গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে নিজ নিজ নিশানের কাছে শিবির স্থাপন করতো ও যাত্রা করতো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, এইভাবে ইস্রায়েলীরা সে সমস্তই করেছিল; তারা সেইভাবে তাদের পতাকাতলে সন্নিবেশিত প্রত্যেক ব্যক্তি তার গোষ্ঠী এবং পিতৃকুল অনুসারে সেইভাবে যাত্রা করত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 ইস্রায়েল-সন্তানগণ মোশির প্রতি দত্ত সদাপ্রভুর সমস্ত আজ্ঞানুসারে কর্ম্ম করিত, আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে আপন আপন পতাকার নিকটে সন্নিবেশিত হইত ও যাত্রা করিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 প্রভু মোশিকে যা যা বলেছিলেন, ইস্রায়েলের লোকরা তার প্রত্যেকটিই পালন করেছিল। প্রত্যেক গোষ্ঠী তার নিজস্ব পতাকার কাছেই শিবির স্থাপন করত এবং প্রত্যেক ব্যক্তি তার পরিবার ও পরিবারগোষ্ঠীর সঙ্গেই যাত্রা করত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 ইস্রায়েল সন্তানরা মোশিকে দেওয়া সদাপ্রভুর সমস্ত আদেশ অনুসারে কাজ করত। তারা পতাকার কাছে শিবির গড়তো। তারা তাদের বংশ অনুসারে শিবির থেকে গোষ্ঠী ও পরিবার অনুসারে শিবিরের কাছে একত্রিত হত ও যাত্রা করত।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 2:34
15 ক্রস রেফারেন্স  

তোমার নির্দেশগুলির প্রতি আমার দৃষ্টি নিবদ্ধ থাকলে আমি কখনও হব না লজ্জিত।


এঁরা দুজনেই ঈশ্বরের দৃষ্টিতে শুদ্ধভাবে জীবনযাপন করতেন এবং প্রভুর সমস্ত আদেশ ও বিধান নিখুঁতভাবে মেনে চলতেন।


বিলিয়ম দেখলেন, ইসরায়েলীরা গোষ্ঠী অনুযায়ী ভাগ হয়ে ছাউনি ফেলেছে। ঈশ্বরের আত্মা তখন তাঁর উপরে অধিষ্ঠিত হলেন,


যাকোবের বংশে তিনি অধর্ম দেখতে পান নি, ইসরায়েলকুলে দেখেন নি দৌরাত্ম্য ওদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর ওদের সঙ্গে রয়েছেন নৃপতিরূপে ওরা তাঁকে করে সংবর্ধনা।


ইসরায়েলীরা গোষ্ঠী পরম্পরায় এই রীতি অনুসারেই যাত্রা করত।


ইসরায়েলীর নিজ নিজ পিত-কুলের প্রতীক চিহ্নিত পতাকাতলে ছাউনি ফেলবে। সম্মিলন শিবিরের দিকে মুখ করে তার চারিদিকে তাদের ছাউনি ফেলতে হবে।


মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের সমস্ত নির্দেশ ইসরায়েলীরা যথাযথভাবে পালন করল।


মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী ইসরায়েলীরা সব কিছু তৈরী করল।


ইসরায়েলীরা দলবদ্ধভাবে নিজেদের গোষ্ঠীর পতাকাতলে নিজেদের ছাউনি ফেলবে।


মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুসারে লেবীয়দের ইসরায়েলীদের সঙ্গে গণনা করা হল না।


সিনাই পর্বতে প্রভু পরমেশ্বর যে সময়ে মোশির সঙ্গে কথা বলেছিলেন, সেই সময়ে হারোণ ও মোশির বংশধরদের তালিকা ছিল নিম্নরূপ:


এইভাবে মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুসারে সিনাই প্রান্তরে ইসরায়েলীদের সংখ্যা গণনা করলেন।


ইসরায়েলীরা পর্যায়ক্রমে সিনাই প্রান্তর থেকে যাত্রা শুরু করল। পরে সেই মেঘপুঞ্জ পারাণ প্রান্তরে এসে আবার ঘনীভূত হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন