Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 2:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 ইসরায়েলীর নিজ নিজ পিত-কুলের প্রতীক চিহ্নিত পতাকাতলে ছাউনি ফেলবে। সম্মিলন শিবিরের দিকে মুখ করে তার চারিদিকে তাদের ছাউনি ফেলতে হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 বনি-ইসরাইল প্রত্যেকে নিজ নিজ পিতৃকুলের চিহ্নের সঙ্গে নিশানের কাছে শিবির স্থাপন করবে; তারা জমায়েত-তাঁবুর অভিমুখে চারদিকে শিবির স্থাপন করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 “ইস্রায়েলের প্রত্যেক ব্যক্তি, নিজের নিজের পিতৃকুলের চিহ্নের সঙ্গে দলীয় পতাকার সঙ্গে কিছুটা দূরত্ব রেখে, সমাগম তাঁবুর চতুর্দিকে ছাউনি করবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 ইস্রায়েল-সন্তানগণ প্রত্যেকে স্ব স্ব পিতৃকুলের চিহ্নের সহিত পতাকার নিকটে সন্নিবেশিত হইবে; তাহারা সমাগম-তাম্বুর অভিমুখে চতুর্দ্দিকে সন্নিবেশিত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “ইস্রায়েলীয়র সমাগম তাঁবুর চারপাশে কিছুটা দূরত্ব রেখে তাদের শিবির তৈরী করবে। প্রত্যেক ব্যক্তি তার গোষ্ঠীর নিজস্ব পতাকার কাছে শিবির স্থাপন করবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 “ইস্রায়েল সন্তানরা প্রত্যেকে তাদের বংশধরদের চিহ্নের সঙ্গে পতাকার কাছে শিবির করবে; তারা একটু দূরত্ব বজায় রেখে সমাগম তাঁবুর চারদিকে শিবির স্থাপন করবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 2:2
23 ক্রস রেফারেন্স  

অবশ্য সব কিছুই শোভন ও সুশৃঙ্খলভাবে করা উচিত।


আমাদের মধ্যে বিশৃঙ্খলা ঈশ্বরের অভিপ্রেত নয়। তিনি শান্তির ঈশ্বর।


তোমাদের পথ নির্দেশের জন্যই এই ব্যবস্থা, কারণ এর আগে এ পথে তোমরা যাও নি।


সকল বাহিনীর পিছনে নিজেদের পতাকাসহ যাত্রা করল দান গোষ্ঠীর সেনাবাহিনী। অম্মিশদ্দয়ের পুত্র অহিয়েষর ছিলেন এদের অধিনায়ক।


এদের পরে ইফ্রয়িম গোষ্ঠীর সেনাবাহিনী নিজেদের পতাকাসহ যাত্রা করল। এদের অধিনায়ক ছিলেন অম্মিহুদের পু্ত্র ইলীশামা।


কিন্তু প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক যে শিবিরে থাকে তার সকল আসবাবপত্র এবং তৎসংক্রান্ত সমস্ত বিষয়ের তত্ত্বাবধানের জন্য লেবীয়দের নিযুক্ত করবে। তারা ঐ শিবির এবং তার সমস্ত সাজসরঞ্জাম বহন করবে ও রক্ষণাবেক্ষণ করবে। সেই শিবিরের চারিধারে তারা নিজেদের ছাউনি ফেলবে।


তারা সেই মস্তকস্বরূপ খ্রীষ্টের সঙ্গে সংযোগ রাখে না। অথচ তাঁর দ্বারাই সমগ্র দেহ গ্রন্থি ও পেশীর সাহায্যে সন্নিবদ্ধ ও পুষ্ট হয় এবং ঈশ্বরের অভিপ্রায় অনুযায়ী সমৃদ্ধি লাভ করে।


কেবল তোমাদের আচরণ যেন খ্রীষ্টের সুসমাচার সম্মত হয়। আমি তোমাদের কাছে আসতে পারি বা না পারি, আমি যেন লোকের মুখে শুনি যে তোমরা এক প্রাণ এক মন হয়ে সুসমাচারে তোমাদের স্থির বিশ্বাসের জন্য সংগ্রাম করছ।


সেদিন প্রভু পরমেশ্বর উদ্ধার করবেন তাদের কারণ তারা তাঁরই মেষপাল, প্রজামণ্ডলী। রাজমুকুটের মণিমাণিক্যের মত তারা তাঁর রাজ্যে উজ্জ্বল শোভা ধারণ করবে।


হে মর্ত্যমানব, এই যে, এখানে আমার সিংহাসন। ইসরায়েল জাতির মাঝে এইখানে আমি বিরাজ করব এবং চিরকাল তাদের শাসন-শৃঙ্খলা পরিচালনা করব। ইসরায়েল বা তাদের রাজারাও আর কখনও অলীক মূর্তি পূজা করে কিম্বা তাদের রাজাদের মৃতদেহ এখানে কবর দিয়ে আমার পবিত্র নামে কলঙ্ক লেপন করবে না।


শোন হে মর্ত্যবাসী! পবর্তমালার শিখরে শিখরে উত্তোলিত সঙ্কেত পতাকার দিকে দৃষ্টি নিবদ্ধ কর। কান পেতে শ্রবণ কর তূরীধ্বনি।


আনন্দে মুখর হয়ে উচ্চকন্ঠে গাও স্তবগান হে সিয়োন নিবাসী! ইসরায়েলের পরম আরাধ্য পবিত্র ঈশ্বর অতি সুমহান, প্রজাদের মাঝে বসতি যে তাঁর, পেতেছেন সেথায় আসন।


তোমাদের আরাধ্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে পূর্ণ কর তোমার অঙ্গীকার, আন উপহার হে জাতিবৃন্দ, তাঁর চতুর্দিকে রয়েছ যারা।


তাদের পিছনে রূবেণ গোষ্ঠীর সেনাবাহিনী নিজেদের পতাকাসহ যাত্রা করল। শদেয়ূরের পুত্র ইলীষূর ছিলেন তাদের অধিনায়ক।


সর্বপ্রথম যিহুদা গোষ্ঠীর সেনাবাহিনী নিজেদের পতাকাসহ অগ্রসর হল। অম্মিনাদবের পুত্র নহশোন ছিলেন তাদের অধিনায়ক।


দক্ষিণ দিকে রূবেণ গোষ্ঠীর পতাকাতলে রূবেণ গোষ্ঠীর লোকেরা তাদের গোষ্ঠীপতিদের পরিচালনায় ছাউনি ফেলবে। বংশ গোষ্ঠীপতি সংখ্যা রূবেণ শদেয়ূরের পুত্র ইলীষুর 46,500 শিমিয়োন সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল 59,300 গাদ দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ 45,650 সর্বমোট 151,450 রূবেণ গোষ্ঠীর লোকেরা দ্বিতীয় দফায় যাত্রা করবে।


শিবিরের সম্মুখে পূর্বদিকে যিহুদা গোষ্ঠীর পতাকাতলে যিহূদা গোষ্ঠীভুক্ত লোকেরা তাদের নেতৃবৃন্দের পরিচালনাধীনে ছাউনি ফেলবে। বংশ গোষ্ঠীপতি সংখ্যা যিহুদা অম্মীনাদবের পুত্র নহশোন 74,600 ইষাখর সুয়ারের পুত্র নথনেল 54,400 সবুলুন হেলোনের পুত্র ইলীয়াব 57,400 সর্বমোট 186,400 যিহুদা গোষ্ঠীর লোকেরাই প্রথমে যাত্রা শুরু করবে।


প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে নির্দেশ দিলেন,


বিলিয়ম দেখলেন, ইসরায়েলীরা গোষ্ঠী অনুযায়ী ভাগ হয়ে ছাউনি ফেলেছে। ঈশ্বরের আত্মা তখন তাঁর উপরে অধিষ্ঠিত হলেন,


তোমার মন্দিরে শত্রুরা তোমার তুলেছে সদম্ভ হুঙ্কার, সেখানে স্থাপন করেছে তারা তাদের বিজয় পতাকা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন