Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 2:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 এরপরে লেবীয়দের ছাউনির মধ্যবর্তী হয়ে সম্মিলন শিবির অগ্রসর হবে। শিবির স্থাপনের সময় যেমন, যাত্রার সময়ও তেমনি প্রত্যেকে তার নির্দিষ্ট পতাকাতলে এবং নির্দিষ্ট স্থান বজায় রেখে চলবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 পরে জমায়েত-তাঁবু লেবীয়দের শিবিরের সঙ্গে সমস্ত শিবিরের মধ্যবর্তী হয়ে অগ্রসর হবে; যারা যেমনিভাবে শিবির স্থাপন করবে, তারা তেমনি নিজ নিজ শ্রেণীতে নিজ নিজ নিশানের পাশে পাশে থেকে চলবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 তারপর শিবির সমূহের মধ্যস্থানে, সমাগম তাঁবু এবং লেবীয়দের ছাউনি যাত্রা শুরু করবে। তারা যে রকম ছাউনি স্থাপন করে, সেইরকম অভিন্ন ক্রম অনুসারে যাত্রা করবে, প্রত্যেকজন দলীয় পতাকার কাছে, তাদের নির্দিষ্ট স্থানে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 পরে সমাগম-তাম্বু লেবীয়দের শিবিরের সহিত সমস্ত শিবিরের মধ্যবর্ত্তী হইয়া অগ্রসর হইবে; যাহারা যেমন সন্নিবেশিত হয়, তাহারা তেমনি আপন আপন শ্রেণীতে আপন আপন পতাকার পার্শ্বে পার্শ্বে থাকিয়া চলিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 “ভ্রমণকালে লেবীয় লোকরা রূবেণের লোকদের ঠিক পরেই থাকবে। অন্যান্য শিবিরের মাঝখানে সমাগম তাঁবু তাদের সঙ্গেই থাকবে। এমনকি ভ্রমণের সময়ও লোকরা তাদের শিবিরগুলি একই ক্রমানুসারে স্থাপন করবে। প্রত্যেক ব্যক্তি তার পারিবারিক পতাকার কাছে থাকবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 তারপরে সমাগম তাঁবু লেবীয়দের শিবিরের সঙ্গে সমস্ত শিবিরের মধ্যবর্ত্তী হয়ে এগিয়ে যাবে। যারা যেমন শিবিরে জড়ো হয়, তারা তেমন ভাবে নিজের জায়গায় নিজের পতাকার পাশে পাশে চলবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 2:17
8 ক্রস রেফারেন্স  

তারপরে যাত্রা করল পবিত্র দ্রব্যসামগ্রীর বাহক কোহাৎ বংশের লোকজন। এরা গন্তব্য স্থানে উপস্থিত হওয়ার আগে শিবির স্থাপন করা হল।


তারপর সম্মিলন শিবির তুলে নেওয়া হল এবং শিবিরের বাহক গের্শোন ও মরারি বংশের লোকেরা যাত্রা করল।


কারণ যদিও দৈহিকভাবে আমি অনুপস্থিত কিন্তু আত্মিকভাবে আমি তোমাদের সঙ্গে আছি এবং তোমাদের সুশৃঙ্খল জীবন ও খ্রীষ্টের প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে তোমরা যে সংঘবদ্ধ হয়ে আছ, তা দেখে আনন্দ লাভ করছি।


অবশ্য সব কিছুই শোভন ও সুশৃঙ্খলভাবে করা উচিত।


সম্মিলন শিবিরের সম্মুখে পূর্ব দিকে মোশি, হারোণ ও তাঁর পুত্রগণ ছাউনি ফেলতেন। পবিত্র স্থানে ইসরায়েলীদের জন্য করণীয় সমস্ত অনুষ্ঠান পালনের দায়িত্ব তাঁদের উপর ন্যস্ত ছিল। অন্য কেউ এই কাজে হস্তক্ষেপ করলে তার প্রাণদণ্ড হত।


প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে নির্দেশ দিলেন,


পশ্চিমদিকে ইফ্রয়িম গোষ্ঠীর পতকাতলে ইফ্রয়িম গোষ্ঠীর লোকজন তাদের গোষ্ঠীপতিদের পরিচালনায় ছাউনি ফেলবে। বংশ গোষ্ঠীপতি সংখ্যা ইফ্রয়িম অম্মীহুদের পুত্র ইলীশামা 40,500 মনঃশি পদাহশূরের পুত্র গমলীয়েল 32,200 বিন্যামীন গিদিয়োনির পুত্র অবীদান 35,400 সর্বমোট 108,100


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন