গণনা পুস্তক 19:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)6 পুরোহিত সীডার কাঠ, এসোব পল্লব এবং লাল সুতো কিছুটা নিয়ে যে অগ্নিকুণ্ডে গাভীটাকে পোড়ানো হচ্ছে তার মধ্যে নিক্ষেপ করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 পরে ইমাম এরস কাঠ, এসোব ও লাল রংয়ের লোম নিয়ে ঐ গোদাহের আগুনের মধ্যে ফেলে দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 যাজক কিছু পরিমাণ দেবদারু কাঠ, এসোব ও লাল রংয়ের পশম নিয়ে ওই পোড়া বাছুরের উপরে নিক্ষেপ করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 পরে যাজক এরসকাষ্ঠ, এসোব ও লালবর্ণ লোম লইয়া ঐ গোদাহের অগ্নিমধ্যে ফেলিয়া দিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 এরপর যাজক একটি এরস কাঠের কাঠি, একটি এসোব এবং কিছু লাল সুতো নেবে। যেখানে গোরুটি পুড়ছে সেই আগুনে ঐসব দ্রব্যসামগ্রী ছুঁড়ে দেবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 যাজক এরসকাঠ, এসোব ও লাল রঙের লোম নিয়ে ঐ গরু পোড়ানো আগুনের মধ্যে ফেলে দেবে। অধ্যায় দেখুন |