Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 19:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তোমরা ইসরায়েলীদের বল যে প্রভু পরমেশ্বর এই বিধান ও অনুশাসন পালন করার নির্দেশ দিয়েছেনঃ যার কাঁধে কোন দিন জোয়াল চাপানো হয়নি এমন একটি নিখুঁত নিষ্কলঙ্ক লাল রঙের গাভী তারা যেন তোমার ও হারোণের কাছে নিয়ে আসে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 মাবুদ যে কিতাবী নিয়ম হুকুম করেছেন তা হচ্ছে এই: বনি-ইসরাইলকে বল, তারা নিখুঁত ও নিষ্কলঙ্ক, জোয়াল বহন করে নি এমন একটি লাল রংয়ের গাভী তোমার কাছে আনুক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 “সদাপ্রভু যা আদেশ করেছেন, শাস্ত্রের সেই বিধান হল এই; ইস্রায়েলীদের বলো, একটি লাল রংয়ের ক্রুটিহীন ও বিকলাঙ্ক নয়, এমন বকনা-বাছুর, যে কখনও জোয়াল টানেনি, তোমার কাছে নিয়ে আসতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 সদাপ্রভু যে শাস্ত্রীয় বিধি আজ্ঞা করিয়াছেন, তাহা এই, ইস্রায়েল-সন্তানগণকে বল, তাহারা নির্দ্দোষা ও নিষ্কলঙ্কা, যোঁয়ালি বহন করে নাই, এমন এক রক্তবর্ণা গাভী তোমার নিকটে আনুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “ইস্রায়েলের লোকদের ঈশ্বর যে শিক্ষা দিয়েছিলেন, তার থেকেই আসছে এই বিধিগুলি। ইস্রায়েলের লোকদের বলো তারা যেন তোমাদের কাছে একটি নিখুঁত লাল গোরু নিয়ে আসে। গোরুটির শরীরে যেন অবশ্যই কোনো রকম আঘাতের চিহ্ন না থাকে এবং সেটি যেন কোনোদিন জোয়াল না বয়ে থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 “এটি একটি বিধি, একটি ব্যবস্থা, যেটা আমি আদেশ করছি: তা এই ইস্রায়েল সন্তানদের বল, তারা নির্দোষ ও কলঙ্ক বিহীন, যোয়ালি বহন করে নি, এমন একটি লাল গাভী তোমার কাছে আনুক।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 19:2
21 ক্রস রেফারেন্স  

নিহত ব্যক্তির সবচেয়ে কাছে যে নগর, সেখানকার নেতৃবৃন্দ একটি গোবৎস সংগ্রহ করবে যেটিকে কোন কাজে ব্যবহার করা হয় নি এবং যেটি জোয়াল বহন করে নি।


নিখুঁত ও নিষ্কলঙ্ক মেষরূপী খ্রীষ্টের অমূল্য রক্তেই অর্জিত হয়েছে তোমাদের মুক্তি।


অতএব এখন তোমরা একটি নূতন শকট নির্মাণ কর এবং কখনও জোয়াল বহন করেনি এমন দুইটি দুগ্ধবতী গাভী সেই শকটে জুড়ে দাও আর তাদের বাছুরগুলিকে তাদের কাছ থেকে পৃথক করে ঘরে নিয়ে যাও।


এবং ‘বিশ্বস্ত সাক্ষী, ‘মৃতলোক থেকে প্রথমজাত’ ও ‘পৃথিবীর রাজাধিরাজ’ যীশুখ্রীষ্টের কাছ থেকে,অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক।যিনি আমাদের ভালবাসেন এবং নিজের রক্ত সিঞ্চন করে আমাদের পাপমুক্ত করেছেন


তিনি পাপ করেননি, তাঁর মুখে ছিল না কোন ছল।


কারণ এগুলি কেবলমাত্র খাদ্য, পানীয় এবং দ্রাক্ষালনের বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত। নূতন বিধিনিয়ম প্রবর্তনের কাল না আসা পর্যন্তই এই সব বাহ্যিক নিয়মাবলীর স্থায়িত্ব।


বস্তুতঃ এই রকম একজন প্রধান পুরোহিতই আমাদের পক্ষে উপযুক্ত। যিনি পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক, পাপীদের চেয়ে ভিন্ন এবং সমস্ত স্বর্গলোকের ঊর্ধ্বে উন্নীত।


দূত বললেল, পবিত্র আত্মা তোমার উপর অধিষ্ঠিত হবেন। পরমেশ্বরের শক্তিতে তুমি হবে পরিবৃতা। তোমার গর্ভে যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন, তিনি ঈশ্বরের পুত্র বলে অভিহিত হবেন।


আমারই পাপরাশি দিয়ে রচিত জোয়ালে আমাকে বেঁধেছেন প্রভু পরমেশ্বর, সেই গুরুভারে আমি আজ হীনবল। নিরুপায় অসহায় আমি, আমাকে সঁপেছেন তিনি শত্রুর হাতে।


প্রভু পরমেশ্বর বলেন, এবার এস, আমরা ব্যাপারটি আলোচনা করে মীমাংসা করি। পাপের লোহিত কলঙ্কে তোমরা রঞ্জিত কিন্তু আমি তোমাদের ধৌত করে তুষার শুভ্র করে তুলব। তোমাদের কলঙ্ক ঘোর রক্তবর্ণ হলেও তুমি হয়ে উঠবে পশমের মত সাদা।


পুরোহিত ইলিয়াসর যুদ্ধপ্রত্যাগত সকল লোককে বললেন, মোশির মাধ্যমে প্রদত্ত প্রভু পরমেশ্বরের বিধি এই:


পুরোহিত সীডার কাঠ, এসোব পল্লব এবং লাল সুতো কিছুটা নিয়ে যে অগ্নিকুণ্ডে গাভীটাকে পোড়ানো হচ্ছে তার মধ্যে নিক্ষেপ করবে।


তারপর স্রোতের জলের উপরে যে পাখিটি হনন করা হয়েছে, পুরোহিত তারই রক্তে অন্য জীবিত পাখিটি, এরসকাষ্ঠ, লাল সুতো এবং এসোব পল্লব সিঞ্চিত করবে


পশুটি নিখুঁত এবং এক বছর বয়সের পুংশাবক হওয়া চাই। মেষ কিংবা ছাগ শাবকের যে কোন একটি হলেই চলবে।


প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে বললেন,


সে যদি তার গরুর পাল থেকে হোমের জন্য বলি উৎসর্গ করতে চায় তাহলে তাকে নিখুঁত একটি পুং গোবৎস সংগ্রহ করতে হবে এবং প্রভু পরমেশ্বরের গ্রাহ্য হওয়ার জন্য সেটিকে সম্মিলন শিবিরের দ্বারে নিয়ে যেতে হবে।


যদি সে তার পাল থেকে মেষ কিম্বা ছাগ হোমের জন্য উৎসর্গ করতে চায় তাহলে তাকে নিঁখুত একটি পুংশাবক সংগ্রহ করতে হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন