Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 19:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 এই ধরণের অশুচি ব্যক্তির শুদ্ধির জন্য প্রায়শ্চিত্ত বলির ভস্মাবশেষ নিয়ে একটি পাত্রে রাখতে হবে এবং তাতে স্রোতের জল ঢালতে হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 লোকেরা সেই নাপাক ব্যক্তির জন্য গুনাহ্‌-কোরবানীর পোড়ানো কিঞ্চিৎ ভস্ম নিয়ে পাত্রে রেখে তার উপরে স্রোতের পানি দেবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 “অশুচি ব্যক্তির শুদ্ধকরণের জন্য একটি পাত্রে পাপার্থক নৈবেদ্যের সামান্য ভস্ম নিয়ে তাঁর মধ্যে টাটকা জল দিতে হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 লোকেরা সেই অশুচি ব্যক্তির জন্য পাপার্থক বলি দাহনের কিঞ্চিৎ ভস্ম লইয়া পাত্রে রাখিয়া তাহার উপরে স্রোতের জল দিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 “সুতরাং সেই ব্যক্তিকে আবার শুচি করার জন্যে তুমি অবশ্যই পোড়ানো গোরুর ছাই ব্যবহার করবে। একটি বয়ামের মধ্যেকার ছাইয়ের ওপর দিয়ে বহমান স্রোতের জল ভরো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 সেই অশুচি ব্যক্তির এটা করবে: পাপার্থক বলিদানের কিছুটা ভস্ম নেবে এবং স্রোতের জলের সঙ্গে একটি পাত্রে সেগুলি মেশাবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 19:17
11 ক্রস রেফারেন্স  

কারণ সিংহাসনের কেন্দ্রমণি মেষশাবকএঁদের পালন করবেন। তিনিই জীবনবারির উৎসের কাছেনিয়ে যাবেন এঁদেরঈশ্বর স্বয়ং মুছিয়ে দেবেনএঁদের অশ্রুজল।


‘আমার উপর যার বিশ্বাস আছে’ শাস্ত্রে লেখা আছে ‘তার অন্তরে উৎসারিত হবে জীবনদায়ী জলের স্রোত।’


মোর কাননের তুমি নির্ঝরিণী উচ্ছল স্রোতধারা, উৎসার তার লেবানন গিরি-উৎসমুখে।


পরে কোন শুচি ব্যক্তি ঐ গাভীর ভস্মাবশেষ সংগ্রহ করে ছাউনির বাইরে কোন শুচিশুদ্ধ স্থানে রাখবে। ইসরায়েলী জনমণ্ডলীর শুচিকরণের জল শুদ্ধ করার জন্য তা রাখা হবে, কারণ এটি প্রায়শ্চিত্ত বলি।


ইস্‌হাকের দাসেরা সেই উপত্যকায় খনন কালে একটি জলের উৎসের সন্ধান পেল।


অশুচি ব্যক্তির উপরে ছাগ কিম্বা বৃষের রক্ত কিম্বা হোমাগ্নিতে দগ্ধ গাভীর ভস্ম ছিটিয়ে দেওয়ার ফলে যদি দৈহিক শুচিতা অর্জিত হয়


পরে কোন শুচি ব্যক্তি এসোবপত্রগুচ্ছ নিয়ে সেই জলে ডুবিয়ে ঐ ছাউনির উপর এবং সেখানকার সমস্ত জিনিসপত্র ও লোকজনের উপর ছিটিয়ে দেবে। মানুষের হাড়, নিহত বা স্বাভাবিক ভাবে মৃত ব্যক্তির শব কিংবা কবর যে স্পর্শ করবে তার উপরেও সেই জল ছিটিয়ে দিতে হবে।


আমি তোমাদের উপরে পরিষ্কার জল ছিটিয়ে দেব এবং অলীক প্রতিমা ও যা কিছু তোমাদের অশুচি করেছে, সেই সব থেকে শুচি করব।


সেই দিন দাউদ বংশ ও জেরুশালেম নীবাসীদের অশুচিতা ও পাপ ধৌত করার জন্য এক প্রস্রবণের মুখ খুলে যাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন