Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 19:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 তৃতীয় ও সপ্তম দিনে সে ঐ শুচিকরণের জলে নিজেকে শুদ্ধ করবে তারপর সে শুচি হবে। তৃতীয় ও সপ্তম দিনে নিজেকে শুদ্ধ না করলে সে শুচি হবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 সে তৃতীয় দিন ও সপ্তম দিনে ঐ পানি দ্বারা নিজেকে পাক-সাফ করার পরে পাক-সাফ হবে; কিন্তু যদি তৃতীয় দিন ও সপ্তম দিনে নিজেকে পাক-সাফ না করে, তবে পাক-সাফ হবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 তাদের অবশ্যই সেই জল নিয়ে তৃতীয় দিনে ও সপ্তম দিনে নিজেকে শুচিশুদ্ধ করতে হবে; তারপর তারা শুচিশুদ্ধ হবে। কিন্তু তারা যদি তৃতীয় ও সপ্তম দিনে নিজেদের শুচিশুদ্ধ না করে, তারা শুচিশুদ্ধ হবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 সে তৃতীয় দিবসে ও সপ্তম দিবসে ঐ জল দ্বারা আপনাকে মুক্তপাপ করিবে, পরে শুচি হইবে; কিন্তু যদি তৃতীয় দিবসে ও সপ্তম দিবসে আপনাকে মুক্তপাপ না করে, তবে শুচি হইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 সে অবশ্যই তৃতীয় দিনে এবং পুনরায় সপ্তম দিনে বিশেষ জলে নিজেকে পরিষ্কার করবে। যদি সে তা না করে, তাহলে সে অশুচিই থেকে যাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 সে তৃতীয় দিনের ও সপ্তম দিনের ঐ জল দিয়ে নিজেকে পাপমুক্ত করবে, পরে শুচি হবে; কিন্তু যদি তৃতীয় দিনের ও সপ্তম দিনের নিজেকে পাপমুক্ত না করে, তবে শুচি হবে না।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 19:12
12 ক্রস রেফারেন্স  

আর তোমরা যারা নরহত্যা করেছ এবং মৃতদেহ স্পর্শ করেছ তারা সাতদিন ছাউনির বাইরে থাক।তৃতীয় দিনে ও সপ্তম দিনে তোমরা নিজেদের ও বন্দীদের শুচি কর।


আমি তাঁকে বললাম, প্রভু, “আপনিই তা জানেন।” তিনি আমাকে বললেন, “এঁরা সেই লাক যাঁরা মহাসঙ্কট উত্তীর্ণ হয়ে এসেছেন। মেষশাবকের শোণিতে নিজেদর বসন ধৌত করে শুভ্র করেছেন।”


আমাদের সঙ্গে তিনি তাদের কোন প্রভেদ রাখেননি। তারা তাঁর উপরে বিশ্বাসে নির্ভর করেছিল বলে তিনি তাদের পাপ ক্ষমা করেছেন।


দুদিন পরে তিনি আমাদের চেতনা সঞ্চার করবেন তৃতীয় দিনে করবেন পুনরুজ্জীবিত, যেন তাঁর সাক্ষাতে আমরা জীবনযাপন করতে পারি।


আমি তোমাদের উপরে পরিষ্কার জল ছিটিয়ে দেব এবং অলীক প্রতিমা ও যা কিছু তোমাদের অশুচি করেছে, সেই সব থেকে শুচি করব।


এসোব লতা দিয়ে শোধন কর আমায়, তাহলে আমি হব নির্মল। ধৌত কর আমায় আমি হব তুষারের চেয়েও শুভ্র।


কিন্তু তৃতীয় দিনে সেই বলির অবশিষ্ট মাংস পুড়িয়ে ফেলতে হবে।


মোশি তাদের বললেন, তৃতীয় দিনের জন্য প্রস্তুত হও তোমরা, কেউ স্ত্রীসংসর্গ করো না।


তৃতীয় দিনে তারা সকলেই যেন প্রস্তুত থাকে, কারণ সেদিন সর্বসমক্ষে আমি, প্রভু পরমেশ্বর সিনাই পর্বতে নেমে আসব।


এবং রোগমুক্ত ব্যক্তির দেহে ঐ রক্ত সাতবার ছিটিয়ে দেবে, তারপর তাকে শুচি বলে ঘোষণা করবে। পরে সে জীবিত পাখিটিকে খোলা মাঠে ছেড়ে দেবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন