Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 17:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 মোশি যষ্টিগুলি নিয়ে চুক্তি সিন্দুক যে শিবিরে রক্ষিত ছিল, সেখানে প্রভু পরমেশ্বরের সম্মুখে রাখলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 তাতে মূসা ঐ সমস্ত লাঠি নিয়ে সাক্ষ্য-তাঁবুতে মাবুদের সম্মুখে রাখলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 মোশি সাক্ষ্য তাঁবুর মধ্যে সেই লাঠিগুলি সদাপ্রভুর সামনে রাখলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 তাহাতে মোশি ঐ সকল যষ্টি লইয়া সাক্ষ্য-তাম্বুতে সদাপ্রভুর সম্মুখে রাখিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 চুক্তির তাঁবুতে প্রভুর সামনে মোশি লাঠিগুলো রেখে দিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তখন মোশি ঐ সমস্ত যষ্টি নিয়ে সাক্ষ্য তাঁবুতে সদাপ্রভুর সামনে রাখলেন।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 17:7
9 ক্রস রেফারেন্স  

ঈশ্বরের উপস্থিতির সাক্ষ্যরূপে প্রান্তরে আমাদের পিতৃপুরুষদের একটি তাম্বু ছিল। ঈশ্বরের নির্দেশে এবং তাঁরই প্রদত্ত নক্সা অনুসারে মোশি সেটি নির্মাণ করেছিলেন।


দশ অনুশাসন সংবলিত পাষাণ ফলক যেখানে রাখা হয়েছিল, সেই শিবিরের নির্মাণকার্যে ব্যবহৃত ধাতু দ্রব্যাদির পরিমাণ এই: মোশির নির্দেশে পুরোহিত হারোণের পুত্র ইথামরের তত্ত্বাবধানে লেবীয়েরা এই দ্রব্যসামগ্রীর পরিমাপ করেছিল।


যে শিবিরে চুক্তিসিন্দুক থাকে তার সম্মুখে তুমি ও তোমার পুত্রেরা যখন যাবে তখন লেবীয়দের, পিতৃকুল সম্পর্কে যারা তোমার জ্ঞাতি, তাদের সঙ্গে নেবে। পরিচর্যার কাজে তারা তোমাকে সাহায্য করবে।


কিন্তু প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক যে শিবিরে থাকে তার সকল আসবাবপত্র এবং তৎসংক্রান্ত সমস্ত বিষয়ের তত্ত্বাবধানের জন্য লেবীয়দের নিযুক্ত করবে। তারা ঐ শিবির এবং তার সমস্ত সাজসরঞ্জাম বহন করবে ও রক্ষণাবেক্ষণ করবে। সেই শিবিরের চারিধারে তারা নিজেদের ছাউনি ফেলবে।


ইসরায়েলী জনমণ্ডলী যেন ঐশ্বরিক রোষের সম্মুখীন না হয়, সেইজন্য প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের আবাস শিবিরের চারিদিকে লেবীয়রা ছাউনি ফেলবে এবং তাদেরই উপরে এই আবাস শিবিরের রক্ষণাবেক্ষণের দায়ইত্ব থাকবে।


সম্মিলন শিবির অর্থাৎ প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক যে শিবিরে রাখা হয়েছিল সেই শিবিরটি প্রতিষ্ঠা করার দিন মেঘপুঞ্জের দ্বারা সেটি আচ্ছাদিত হল। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শিবিরের উপর সেই মেঘপুঞ্জ অগ্নিশিখার মত উজ্জ্বল হয়ে রইল।


এগুলি তুমি সম্মিলন শিবিরে চুক্তি সিন্দুকের সম্মুখে যেখানে আমি তোমাদের দর্শন দিই সেখানে রাখবে।


মোশি ইসরায়েলীদের এ কথা বললেন এবং তাদের গোষ্ঠী প্রধানেরা তখন প্রত্যেক গোষ্ঠী প্রধানের জন্য একটি করে মোট বারোটি যষ্টি তাঁকে দিলেন। হারোণের যষ্টিও এর মধ্যে ছিল।


কিন্তু সমগ্র জনতা তাঁদের পাথর ছুঁড়ে মেরে ফেলতে উদ্যত হল। এমন সময় তাঁদের সকলের সামনে হঠাৎ সম্মিলন শিবিরে প্রভু পরমেশ্বরের প্রতাপ দৃশ্যমান হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন