Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 16:41 - পবিএ বাইবেল CL Bible (BSI)

41 পরের দিন সমগ্র ইসরায়েলী জনমণ্ডলী মোশি ও হারোণের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে বলল, প্রভু পরমেশ্বরের প্রজাদের তোমরাই হত্যা করেছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

41 তবুও পর দিন বনি-ইসরাইলদের সমস্ত দল মূসা ও হারুনের বিরুদ্ধে অভিযোগ করে বললো, তোমরাই মাবুদের লোকদেরকে হত্যা করলে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

41 পরদিন, সমস্ত ইস্রায়েলী সমাজ, মোশি ও হারোণের বিপক্ষে বচসা করল। তারা বলল, “আপনারাই সদাপ্রভুর প্রজাদের হত্যা করলেন।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

41 তথাপি পর দিনে ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী মোশির ও হারোণের প্রতিকূলে বচসা করিয়া কহিল, তোমরাই সদাপ্রভুর প্রজাদিগকে বধ করিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

41 পরদিন ইস্রায়েলের সমস্ত লোকরা মোশি এবং হারোণের বিরুদ্ধে অভিযোগ করে বলল, “আপনারা প্রভুর লোকদের হত্যা করেছেন।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

41 কিন্তু তারপরের দিনের ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী মোশির ও হারোণের বিরুদ্ধে অভিযোগ করে বলল, “তোমরাই সদাপ্রভুর প্রজাদেরকে হত্যা করলে।”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 16:41
18 ক্রস রেফারেন্স  

তাই তিনি তাদের সকলকে সংহার করতে মনস্থ করলেন। কিন্তু তাঁর মনোনীত সেবক মোশি এসে দাঁড়ালেন তাঁর মুখোমুখি, তাঁর বিধ্বংসী ক্রোধ নিবারণের আবেদন নিয়ে।


ইসরায়েলীরা সকলেই মোশি ও হারোণের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করতে লাগল। জনতা তাঁদের বলল, মিশরে কিম্বা এই প্রান্তরেই আমাদের মরণ হলে ভাল হত,


হে ইসরায়েলী ভাইসব, এই লোকটাকে ধর। এই লোকটা সারা দুনিয়ায় আমাদের জাতি, বিধানশাস্ত্র এবং এই মন্দিরের বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াচ্ছে। উপরন্তু এখন কয়েকজন অইহুদীকে মন্দিরের ভিতরে এনে এই পবিত্র স্থান অশুচি করছে।


এই নামে উপদেশ দিতে আমরা তোমাদের কঠোরভাবে নিষেধ করেছিলাম। তবু তোমরা সারা জেরুশালেম শহর তোমাদের প্রচারে মাতিয়ে তুলেছ এবং যীশুর মৃত্যুর জন্য আমাদের দাযী করার চেষ্টা করছ।


আমার অনুগামী হয়েছ বলে যখন তোমরা অপমানিত ও লাঞ্ছিত হবে। সর্বপ্রকার অপবাদে ধিক্কৃত হবে, তখন তোমরা নিজেদের ধন্য মনে করো।


বেথেলের পুরোহিত অমৎসিয় তখন ইসরায়েলের রাজা যারবিয়ামের কাছে এই সংবাদ পাঠালেনঃ আমোস ইসরায়েলীদের সমাজে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। দেশের লোক তার কথাবার্তা বরদাস্ত করতে পারছে না।


তোমার শত্রুপক্ষ জানে না যে তুমি তাদের দণ্ড দান করবে হে প্রভু পরমেশ্বর, তাদের তুমি লজ্জায় ফেল, জর্জরিত হোক তারা নিদারুণ যন্ত্রণায়। তাদের জন্য তোমার নিরূপিত দণ্ড ভোগ করুক তারা। তুমি দেখিয়ে দাও তাদের, তোমার প্রজাদের কত ভালবাস তুমি।


কিন্তু অচিরেই তারা ভুলে গেল তাঁর সকল কীর্তি, রইল না তারা তাঁর নির্দেশের অপেক্ষায়।


এলিয়কে দেখামাত্র আহাব বললেন, এই যে তুমি, ইসরায়েলের কাঁটা।


সম্মান ও অসম্মান, সুখ্যাতি ও অখ্যাতি, উভয়ই জুটছে আমাদের ভাগ্যে। প্রতাক বলে আখ্যাত হলেও আমরা সত্যনিষ্ঠ।


লেবিয়ের পুত্র বারুক আমাদের বিরুদ্ধে আপনার মন তিক্ত করে দিয়েছে যাতে ব্যাবিলনীয়দের হাতে আমাদের তুলে দেওয়া হয়। তারা আমাদের হত্যা করবে অথবা বন্দী করে নিয়ে যাবে ব্যাবিলনে।


পদস্থ কর্মচারীরা রাজার কাছে গিয়ে বলল, এই লোকটির মৃত্যুদণ্ড হওয়া উচিত। কারণ এই সমস্ত কথা বলে এ আমাদের সৈন্যদলের মনোবল ভেঙ্গে দিচ্ছে এবং নগরীতে অবশিষ্ট অধিবাসীদের মনও এভাবে দুর্বল করে তুলছে। মানুষকে সাহস দিয়ে সাহায্য করার কোনও চেষ্টাই নেই তার, বরং সে কেবল তাদের অমঙ্গল করতে চায়।


তাঁদের কিছু লোক যেমন ঈশ্বরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করার ফলে মৃত্যুদূতের দ্বারা ধ্বংস হয়েছিল, তোমরা যেন তেমন বিক্ষোভ প্রদর্শন করো না।


সর্বদাই তারা বিরক্ত, অসন্তুষ্ট, স্বেচ্ছাচারী, তারা মুখে আস্ফালন করে কিন্তু প্রকৃতপক্ষে তারা সুযোগসন্ধানী তোষামোদকারী।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন