Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 16:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)

34 তাদের আর্তনাদ শুনে আশেপাশের ইসরায়েলীরা সকলে পালিয়ে গেল। তারা বলতে লাগল, পৃথিবী হয়তো আমাদেরও গ্রাস করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 আর তাদের আর্তনাদে চারদিকের সমস্ত ইসরাইল পালিয়ে গেল, কেননা তারা বললো, পাছে দুনিয়া আমাদের গ্রাস করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 তাদের আর্তস্বর শুনে, চতুর্দিকের ইস্রায়েলীরা পলায়ন করল। তারা চিৎকার করে বলে উঠল, “ভূমি আমাদেরও গ্রাস করবে!”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 আর তাহাদের রবে চারিদিকের সমস্ত ইস্রায়েল পলায়ন করিল, কেননা তাহারা বলিল, পাছে পৃথিবী আমাদিগকে গ্রাস করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 ইস্রায়েলের লোকরা এই মরনোন্মুখ মানুষগুলোর আর্তনাদ শুনতে পেল। সেই কারণে তারা বিভিন্ন দিকে ছুটে পালাতে পালাতে বলল, “পৃথিবী আমাদেরও গ্রাস করবে!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 তাদের চিত্কারে চারদিকের সমস্ত ইস্রায়েল পালিয়ে গেল, কারণ তারা বলল, “না হলে পৃথিবী আমাদেরকে গিলে ফেলে।”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 16:34
6 ক্রস রেফারেন্স  

তখন তোমরা সেই উপত্যকা দিয়ে পালিয়ে যাবে। যিহুদীয়ার রাজা উৎসিয়ের আমলে ভূমিকম্পের সময় যেভাবে তোমাদের পূর্বপুরুষেরা পালিয়েছিল, সেইভাবেই তোমরা পালিয়ে যাবে। তখন আমার প্রভু পরমেশ্বর তাঁর পবিত্র বাহিনী সঙ্গে নিয়ে আবির্ভূত হবেন।


তুমি যখন আমাদের পক্ষে যুদ্ধ কর তখন জাতিবৃন্দ রণকোলাহল শুনে পলায়ন করে।


তারা ও তাদের আত্মীয়পরিজন সকলেই জীবন্ত পাতালে প্রবেশ করল এবং তাদের উপরে মাটি আবার জোড়া লেগে গেল। এইভাবেই তারা সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেল।


এরপর প্রভু পরমেশ্বরের কাছ থেকে অগ্নিশিখা নির্গত হয়ে সেই দুশো পঞ্চাশ জন লোক, যারা ধূপ উৎসর্গ করেছিল, তাদের সকলকে গ্রাস করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন