Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 16:31 - পবিএ বাইবেল CL Bible (BSI)

31 মোশির কথা শেষ হতেই তাদের পায়ের নীচের মাটি দুভাগ হয়ে গেল

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 মূসার এ সব কথা বলা শেষ হওয়ামাত্র ভূমি বিদীর্ণ হল,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

31 যে মুহূর্তে তিনি এই সমস্ত কথা সমাপ্ত করলেন, তাদের নিম্নস্থ ভূমি বিদীর্ণ হল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 পরে মোশির এই সমস্ত কথা সমাপ্ত হইবামাত্র তাহাদের অধঃস্থিত ভূমি বিদীর্ণ হইল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 যখন মোশি এই কথাগুলো বলা শেষ করল, লোকদের পায়ের তলার মাটি ফেটে গেল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 খুব তাড়াতাড়ি মোশি তাঁর সমস্ত কথা শেষ করলেন, তাদের নিচের ভূমি খুলে গেল।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 16:31
9 ক্রস রেফারেন্স  

রূবেণের পুত্র ইলিয়াবের সন্তান দাথন ও অবিরামের কি দশা তিনি করেছিলেন তা-ও তোমরা জান-সমগ্র ইসরায়েলী জনতার সাক্ষাতে পৃথিবী মুখ গহ্বর বিস্তার করে আত্মীয় পরিজন, ধন সম্পদ, তাঁবু সমেত তাদের সকলকে গ্রাস করেছিল।


আমাদের পিতা প্রান্তরে থাকতে মারা গেছেন, তিনি প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে চক্রান্তকারী কোরাহ্-এর দলে ছিলেন না, তিনি নিজের পাপেই মরেছেন। তাঁর কোন পুত্র সন্তান নেই।


ধিক তাদের! কয়িনের মত তারাও বিপথে গেছে। টাকার লোভে বিলিয়ম যে দোষ করেছিল, তারাও একই ভুল করছে। তারা কোরহের মত বিদ্রোহ করে ধ্বংস হযেছে।


কিন্তু প্রভু পরমেশ্বর যদি নতুন কিছু করেন, যদি পৃথিবী সর্বস্বসহ এদের গ্রাস করে, এরা যদি জীবিত অবস্থায় পাতালে প্রবেশ করে, তাহলেই জানবে যে এরা প্রভু পরমেশ্বরকে অবজ্ঞা করেছে।


আর পৃথিবী শিবির ও জিনিসপত্রসমেত কোরহ্ ও তার অনুগামী সকলকেই গ্রাস করল।


তারা মোশির সঙ্গে বিবাদ শুরু করল, বলল, হায়, প্রভু পরমেশ্বরের সম্মুখে আমাদের ভাইবন্ধুরা যখন মারা গেল তখনই আমরা কেন মরলাম না।


পৃথিবীর বুকে ফাটল ধরবে, খণ্ড-বিখণ্ড হয়ে যাবে পৃথিবী, বিরাট গর্ত হয়ে যাবে স্থানে স্থানে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন